scorecardresearch
 

Deer Fighting: ক্যাঙারুদের মতো বক্সিং লড়ছে দুটি হরিণ, দেখুন মজাদার ভিডিও

Deer Fighting: ক্যাঙারুদের মতো বক্সিং লড়ছে দুটি হরিণ, দেখুন মজাদার ভিডিও

আমরা সাধারণত দেখি দুটি ক্যাঙারু দুই পায়ে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে বক্সিং লড়তে। কিন্তু সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুটি হরিণ বক্সিং লড়ছে। ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিছনে সবুজের সমারাহ, তারই মধ্যে দুটি হরিণ দুই পায়ে দাঁড়িয়ে একে অন্য জনের সঙ্গে লড়াই চালাচ্ছে। দেখে মনে হচ্ছে তারা যেন বক্সিং লড়ছে। দেখুন সেই ভিডিও।

Two deer fighting with each other viral video