Advertisement

স্বামী যখন শ্রীকৃষ্ণ! তরুণীর সিঁদুরদান পর্ব VIRAL

২৮ বছরের পিঙ্কি শর্মা বিয়ে করলেন ভগবান কৃষ্ণের মূর্তিকে। একবারে হিন্দু মতেই হল বিয়ে। হাতে ভগবান কৃষ্ণের মূর্তি নিয়েই পিঙ্কি সাত পাক ঘোরেন। গোটা গ্রামই এই বিয়েতে অংশ নেন। ঘটনা উত্তরপ্রদেশের বাদাউন জেলার। পিঙ্কি জানান, ৩ মাস আগে বৃন্দাবনের বঙ্কে বিহারি মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসাদের সঙ্গে একটি আংটি পান। সেই আংটি পাওয়ার পরই কৃষ্ণের মূর্তিকে বিয়ে করবেন বলে ঠিক করেন।

Advertisement
POST A COMMENT