Advertisement

Uttarkashi Cloudburst: উত্তরকাশীতে প্রাণে বাঁচার চেষ্টা করছেন ওঁরা, পারবেন? রুদ্ধশ্বাস VIDEO

উত্তরকাশীতে কতজন যে মৃত, কত জনই বা নিখোঁজ, এখনও বোঝা যাচ্ছে না। কাদা-জলের স্তূপের মধ্যে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। উত্তরাখণ্ডের ধরালি গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আজ অর্থাত্‍ মঙ্গলবার দুপুরে মেঘভেঙে হড়পা বান হোটেল, লজ, বাড়ি, হোমস্টে- কিচ্ছু রেয়াত করেনি। ৩৪ সেকেন্ডের মধ্যে সব শেষ। এরই মধ্যে দুই ব্যক্তির প্রাণে বাঁচার চেষ্টার ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে, কাদার স্তূপ থেকে দুই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করছেন, বেঁচে তীরে ওঠার। একজন কোনও ক্রমে পারলেন। আরেকজন পারলেন না।

Advertisement
POST A COMMENT