Advertisement

Modi Look Pani Puri Seller: 'সেই দাড়ি- সেই কোট', ভোটবাজারে গুজরাতের রাস্তায় কে এই ফুচকাওয়ালা?

গুজরাতের নিজের মতো ফুচকা বিক্রি করছিলেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পরই তিনি ভাইরাল হয়ে যান। গুজরাতের আনন্দ জেলার পানিপুরি বিক্রেতা অনিল ভাই খাট্টার, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো অবিকল দেখতে। তার পানিপুরী বা ফুচকাও খুব বিখ্যাত। নিজের দোকানে ফুচকা বিক্রির সঙ্গে একটি সেলফি পয়েন্টও রেখেছেন। অনেকের আবদার মেটাতে ছবি তোলেন তিনি।

Advertisement
POST A COMMENT