Advertisement

Viral Video: দারুন ভিডিও, ছেলে নিজে দাঁড়িয়ে থেকে বিধবা মায়ের দ্বিতীয় বিয়ে দিলো

তখন সন্তানের বয়স খুবই অল্প। স্ত্রী ছেলেকে নিয়ে ছিল সুখের সংসার। ভালোই কাটছিল দিনগুলি। আচমকাই ছন্দপতন। হঠাৎ স্বামী চলে যায়। তারপর থেকে শুরু হল নতুন লড়াই। ছোট্ট ছেলেকে বড় করে তোলাই তখন জীবনের একমাত্র লক্ষ্য হল মায়ের। আর তা তারপর দেখতে দেখতে 18টা বছর কেটে গেছে। ছেল বড় হয়েছে। বুঝতে শিখিছে, পরিবারের দায়িত্ব নিজের কাঁধেও নিয়েছে। বৃদ্ধ মায়ের একাকিত্ব ঘোচাতে মায়ের দ্বিতীয় বিয়ে দিলো ছেলে। পাকিস্তানের একটি মর্মস্পর্শী গল্প সোশ্যাল মিডিয়ায় সকলের মন কেড়ে নিয়েছে। সবথেকে বড় বিষয় যে সবার এই সাহস থাকে না। বিধবা মাকে বিয়ে দেওয়ার সাহস যে তাঁর ছেলে দেখিয়েছে তা সত্যিই বাহবা দেওয়ার মত ঘটনা।

Widow's remarriage inspires many

Advertisement