পৃথিবীর সবথেকে বড় সাপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, আকার ও আয়তনে এই বিশাল সাপটি একটি ‘রেটিকুলেটেড পাইথন’ (Reticulated Python)। যদিও অ্যানাকন্ডাকে তার আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় সাপ হিসেবে ধরা হয়। তবে এই জালিকাযুক্ত অজগর সাপটিও কোনও অংশে কম যায় না। এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করা যায়নি। এই সাপটি আকারে এতটাই বড় যে, তা অ্যানাকন্ডা ছবির সাপকেও হার মানাতে পারে। ভিডিওটিতে দেখা গিয়েছে, সাপটি এক ঘর থেকে আর একটি ঘরে যাচ্ছে। আর সেই ছোট্ট দূরত্ব অতিক্রম করতেই অনেকটা সময় নিয়ে নিচ্ছে ওই সাপটি। ক্যাপশনে লেখা হয়েছে, “এই রেটিকুলেটেড বা জালিকাযুক্ত অজগর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অজগর প্রজাতি। এটি বিশ্বের দীর্ঘতম সাপ।” ভিডিওটি কোথাকার বা সাপটিই বা কোথাকার? সে সম্পর্কে কিছু জানা যায়নি। উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী, “রেটিকুলেটেড অজগর প্রজাতিটি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা বিশ্বের দীর্ঘতম সাপ। চমৎকার সাঁতার কাটতে পারে এরা। সমুদ্রের অনেক দূর পর্যন্ত ভেসে যেতে পারে। প্রাপ্তবয়স্ক মানুষকে এরা হত্যা করে, গিলে খেয়ে নিতে পারে।”
world bigest snake