Advertisement

Asansol Viral Video: আসানসোলে মাস্ক পরা নিয়ে অভিযান, পুলিশের কলার ধরল যুবক

মাস্ক নিয়ে অভিযান চালানোর সময় কার্যত ধস্তাধস্তি ও পুলিশের সঙ্গে কলার ধরাধরি হয়ে গেল এক যুবকের। সেই ছবি হল ভাইরাল। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর বাজার রেল গেটের কাছে মোটরসাইকেলে চেপে এক যুবক বিনা মাস্কে যাচ্ছিল। পুলিশকর্মীরা তাকে জিজ্ঞেস করলে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে রীতিমতো মারামারি। শেষ পর্যন্ত ৪-৫ জন পুলিশ মিলে তাকে ধরে জিপে ভরে নিয়ে যায় থানায়।

The young man grabbed the collar of the police in asansol

Advertisement