scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

আরও সেফ হোম তৈরি রাখছে প্রশাসন, সংক্রমণ নিয়ন্ত্রণই লক্ষ্য

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 1/22

করোনা সংক্রমণের সংখ্যা গোটা দেশের সঙ্গে উত্তরবঙ্গেও সামান্য কমেছে। মৃত্যুর সংখ্যাও স্থিতিশীল।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 2/22

তা সত্ত্বেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। সরকারি  সহায়তা তো রয়েইছে। এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 3/22

যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তাতে যে কোনও সময় বিপদ বাড়তে পারে। ফলে সেখানে আগাম প্রস্তুতি দরকার।

Advertisement
আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 4/22

একই ভাবে কোভিড মোকাবিলায় এগিয়ে এলো অমিত আগরওয়ালা ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 5/22

তাদের যৌথ উদ্যোগে ঠিকনিকাটার অমিত আগরওয়ালা স্মৃতি ভবনে কোভিড আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদান করতে ৩০ টি বেড বিশিষ্ট সেফ হোম পরিষেবা চালু করা হল।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 6/22

রবিবার সেফ হোমের রীতিমতো ফিতে কেটে জাঁকজমকপূর্ণ প্রচার করে উদ্বোধন করলেন শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 7/22

সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর অন্য সদস্য তথা তৃণমূল নেতৃত্ব। সংস্থাকে নিয়মমাফিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Advertisement
আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 8/22

এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য়রাও। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য তথা সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতা জয়ন্ত সাহা।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 9/22

এই সেফ হাউসটি মেডিক্যাল কলেজ তথা শুশ্রুতনগর এলাকার মানুষের ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হবে।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 10/22

এমনিতেই এই ফাউন্ডেশনের তরফ থেকে বহু সমাজসেবামূলক কাজ করা হয়, এদিন সেফ হাউসটিও চালু করা হলে তা পালকে একটা মুকুট জুড়বে।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 11/22

কোভিডে আক্রান্তের সংখ্যা এদিন ফের উত্তরবঙ্গে সুস্থতার হারের চেয়ে কম ছিল। ফলে একদিকে তাঁরা আশাবাদী সেফ হোমটি যেন যত কম ব্যবহার করতে হয় তত ভাল।

Advertisement
আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 12/22

পাশাপাশি সেফ হোমটির পরিচ্ছন্নতা ও হাইজিন মানুষকে বাড়ির মতো পরিষেবা দেবে বলে আশাবাদী আয়োজকরা।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 13/22

জুন মাস পর্যন্ত আপাতত এটি  সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে। পরে প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হবে।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 14/22

চিকিৎসকরা প্রয়োজনীয় সাহায্য করবে। লায়ন্স ক্লাবের নিজস্ব চিকিৎসক সেট আপ রয়েছে। যেটা কাজে লাগানো হবে।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 15/22

সামনেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অনেক সময় বাইরে থেকে এসে মেডিক্যাল কলেজে অনেকে বেড পান না।

Advertisement
আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 16/22

তাঁরা অনায়াসে এই সেফ হোমটি ব্যবহার করতে পারবেন। বেড খালি থাকলে কাউকে ফেরানো হবে না বলে জানানো হয়েছে।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 17/22

এখানে করোনা চিকিৎসার উপযোগী অক্সিজেন সিলিন্ডার, লাইফ সাপোর্ট সমস্ত কিছুই রাখা হচ্ছে। 

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 18/22

পাশাপাশি পুষ্টিকর খাবার, ওষুধ সমস্তই বিনামূল্যে মিলবে। সঙ্গে বাড়তি মিলবে পেশাদার হেলথ কেয়ার এক্সিকিউটিভ।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 19/22

গৌতমবাবু নিয়মিত খোঁজ খবর নেবেন বলেও জানিয়েছেন। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও রকম সমস্যা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন উদ্যোক্তারাও।

Advertisement
আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 20/22

আগামী ১৫ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর। 

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 21/22

সকলে মিলে এভাবে কাজ করলে এবং এগিয়ে এলে দ্রুত লক্ষ্যমাত্রা ছুঁতে পারবেন বলে জানিয়েছেন গৌতমবাবু।

আরও একটা সেফ হোম চালু হচ্ছে
  • 22/22

আরও কয়েকটি সেফ হোম তৈরি রাখা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে কিছু সেফ হোম ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

Advertisement