করোনার টেস্ট করানোর নাম করে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির ব্যক্তির নাম সৈকত দে।
সে শিলিগুড়ির মিলনপল্লি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তি শিলিগুড়ির কাওয়াখালি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিল।
জানা গিয়েছে, সে ওই নার্সিংহোম ও শহরের বিভিন্ন জায়গায় করোনা টেস্ট করানোর নাম করে নমুনা সংগ্রহ করতো। তারপরই তাদের বাড়িতে গিয়ে রিপোর্ট তুলে দিত।
তবে রিপোর্টটি নিয়ে সন্দেহ হওয়ায় এবং রিপোর্টের যে তথ্য তা যাচাই করার পর দেখা যায় রিপোর্টটি ভুয়ো। এরপরই গত বৃহস্পতিবার মেডিকেল ফাঁড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। পরে অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তার করে।
শনিবার থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে ১০ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।