পুজোর আগে চালু হতে পারে টয় ট্রেন পরিষেবা। ফলে উত্তরবঙ্গে আসা পর্যটকদের কাছে খুশির খবর। রেল সূত্রে খবর আগামী ১৫ অগাস্টের পর টয়ট্রেন পরিষেবা চালু করা নিয়ে বৈঠক রয়েছে রেলের। এই বৈঠকের পর চূড়ান্ত হবে কবে থেকে চালু হবে এই টয় ট্রেন পরিষেবা।
উত্তরবঙ্গে আশা পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR পরিচালিত টয়ট্রেন।
খাড়া পাহাড়ে খাদের গা বেয়ে ছোটো ছোটো ঝর্ণা পেরিয়ে দার্জিলিঙে পৌঁছানোর আমেজ পর্যটকদের ভ্রমণকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে।
তবে গত বছর করোনার সময় থেকে বাঙালির রোমাঞ্চকর এই রেল যাত্রায় ছেদ পড়েছে। গত বছর করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় এই টয়ট্রেন পরিষেবা।
কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের গত বছর ডিসেম্বর মাসে এই ট্রয় ট্রেন পরিষেবা চালু হলেও মাত্র কয়েক মাস পর আবারও করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউন এর কারণে বন্ধ হয়ে যায়।
শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ৮০ কিলোমিটারের জয় রাইড। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও সরকারের কড়া বিধি-নিষেধ সম্পূর্ণভাবে ওঠেনি।
এ ছাড়াও গত কয়েক মাস থেকে দার্জিলিংয়ে করোনায় আক্রান্তের গ্রাফ প্রতিদিন ৫০ থেকে ৮০ এর মধ্যে থাকছে। ফলে পাহাড়ে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
এছাড়াও গত কয়েকদিনে পাহাড়ে আসা পর্যটকের সংখ্যা কিছুটা কমেছে। তবে সামনেই পুজোর মরশুম। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোতে এই মরশুমে পর্যটকের ঢল নামে। তাই সে দিক থেকে চিন্তা করে পুজোর আগে টয় ট্রেন পরিষেবা চালানো যায় কি না তা নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে রেল।