বড়দিনের অবসরে বেঙ্গল সাফারি পার্কে ছিল উপচে পড়া ভিড়। ভিড়ের ঠেলে আনন্দ উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছে ছোট থেকে বড় সকলকে।
সকালে পার্ক খোলার আগে থেকেই ভিড় জমেছিল এলাকায়। পার্ক খুলতেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পার্ক কর্তৃপক্ষকে।
এদিন বাঘ, ভাল্লুক, তৃণভোজী প্রাণী থেকে শুরু করে গণ্ডার, হাতি, পাণ্ডা সব কটি এনক্লোজারের কাছে পৌঁছানোর জন্য আকুতি ছিল মানুষের।
একটা সময়ের পর সাফারিতে আর লোক নেওয়া যায়নি। যাঁরা টিকিট পাননি, তাঁরা হেঁটেই ঘুরেছেন সাফারি পার্কের খোলা জায়গাগুলি।
ম্যাকাও, ময়ুর থেকে ঘরিয়াল হেঁটে দেখার মতো জিনিস কম নেই এখানে। পাশাপাশি বিভিন্ন ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাটের এনক্লোজারে ছিল দারুণ ভিড়।
অনেকেই বাইরে থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলেন। ছোটখাট পিকনিকের আসর বসে গিয়েছিল সাফারি পার্কের ভিতরেই।
সেলফি-ছবি তোলাড় হিড়িক ছিল পার্কের সর্বত্রই। এমনিতেও পার্কের বুনো অথচ সুন্দর একটা পরিবেশ লোক টানে। এদিনও সুন্দর পরিবেশকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে দেখা যায় সকলকেই।