scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

জলদাপাড়ায় মুগ্ধ সিকিমের মুখ্যমন্ত্রী, এক সার্কিটের ডাক গোলে'র

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 1/7

সিকিম সহ গোটা উত্তরপূর্ব ভারতকে সঙ্গে উত্তরবঙ্গকে নিয়ে ট্যুরিজম সার্কিট গড়ে উঠুক। দীর্ঘদিন থেকেই বিষয়টি নিয়ে চর্চা চলছে। উত্তরবঙ্গের পর্যটন মহল বারবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সভা,সমিতি, সেমিনারে তুলে ধরেছেন। এবার সেই পর্যটন সার্কিটের কথা সরাসরি না বললেও সিকিম, উত্তরপূর্ব ভারত, উত্তরবঙ্গের পর্যটনের কথা একসাথে বললেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে।
 

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 2/7

রবিবার অল্পসময়ের জন্য আলিপুরদুয়ার জেলার বিখ্যাত জলদাপাড়া জাতিয় উদ্যানের সরকারি বনবাংলো আরণ্যকে এসেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও জঙ্গলের দরজা বন্ধ। জঙ্গল ভ্রমণের সুযোগ পাননি তিনি। তবে রাজ্য সরকারের বনবাংলো, সেখানকার আতিথেয়তা,আশপাশের সৌন্দর্য দেখে কার্যত মোহিত হয়ে যান মুখ্যমন্ত্রী।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 3/7

অসমে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে সড়ক পথে সিকিম যাওয়ার পথে মাদারিহাট-জলদাপাড়া টুরিস্ট লজ-এ ক্ষণিকের বিশ্রাম নিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে, কোভিড পরিস্থিতিতেও আচমকাই ভিনরাজ্যের মুখ্যমন্ত্রী এলেও পেশাদারি দক্ষতায় মুখ্যমন্ত্রীর জন্য খাবারের আয়োজন করেন সরকারি লজের কর্মীরা।

Advertisement
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 4/7

প্রেম সিং তামাং বলেন, সিকিম, উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে পর্যটনের বিকাশে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা সবাই একসাথে এগোলে ভারতবর্ষের এই এলাকায় পর্যটনের সমূহ বিকাশের সম্ভাবনা রয়েছে। জলদাপাড়ার আরণ্যক লজের আতিথেয়তায় আমি মুগ্ধ। প্রকৃতি জলদাপাড়ায় সব কিছু সুন্দর করে সাঁজিয়ে দিয়েছে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 5/7

এদিকে,সিকিমের মুখ্যমন্ত্রীর মুখে জলদাপাড়ার প্রশংসা,পর্যটন নিয়ে তার ভাবনা শুনে খুশি স্থানীয় পর্যটনমহল। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ধন্যবাদ সিকিমের মুখ্যমন্ত্রীকে। প্রচুর মানুষ উত্তরবঙ্গ থেকে যেমন সিকিমে বেড়াতে যান তেমনই সিকিম থেকেও অনেকে ডুয়ার্স ছুয়ে উত্তরপূর্ব ভারতে চলে যান।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 6/7

পর্যটনের জন্য গোটা অঞ্চলটি একটা ট্যুরিজম সার্কিট হলে প্রচুর মানুষ আসবেন। অনেক বড় একটি এলাকা নিয়ে ঘুরতে পারবেন সকলে।এদিকে,বিশেষজ্ঞ দের একাংশ বলেন, সেবক -রংপো রেলপথ দ্রুত তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ থেকে সিকিম যাতায়াত অনেক বাড়বে আগামীতে।

 

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে
  • 7/7

পাশাপাশি প্রতিবেশি দেশ ভুটানে সেখানকার সরকার কিছু নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। যা ভারতের পর্যটনের স্বার্থে আঘাত করছে। সেদিক থেকে বিচার করলে আগামীতে সিকিম সহ উত্তর পূর্ব ভারতে পর্যটন বিকাশে অনেক রাস্তা খুলে যেতে পারে। এক্ষেত্রে সরকারকেও সময় উপযোগী ভূমিকা নিতে হবে।

Advertisement