scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী দিয়ে উত্তরবঙ্গ সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 1/12

পূজোর আগে উত্তরবঙ্গ সফরে আসার কথা থাকলেও ভবানীপুর নির্বাচনের দিন ঘোষণা হওয়ার জন্য বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রীর সফর।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 2/12

অবশেষে ২৪ অক্টোবর চারদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ অক্টোবর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 3/12

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে পৌঁছাবেন বাঘাযতীন পার্ক ময়দানে৷

Advertisement
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 4/12

সেখানে বিশ্ববাংলা পুরস্কার প্রাপ্ত ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেবেন। পরদিন অর্থাৎ ২৫ অক্টোবর উত্তরকন্যায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 5/12

২৬ অক্টোবর তিনি কার্শিয়াং যাবেন। কার্শিয়াং টাউনহল দার্জিলিং ও কালিম্পং জেলার জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 6/12

২৭ অক্টোবর তিনি শিলিগুড়িতে থাকবেন ।২৮ অক্টোবর শিলিগুড়ি হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক করে শুরু হয়েছে জোর তৎপরতা।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 7/12

শুক্রবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে শিলিগুড়ির পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দের সাথে বৈঠক করেন।

Advertisement
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 8/12

বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী সরাসরি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন তাই এই অনুষ্ঠানকে ঘিরে বাঘাযতীন পার্কে মাঠে তৈরি করা হচ্ছে প্যান্ডেল।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 9/12

মাঠের চারপাশে লাগানো হচ্ছে মাইক। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুলিশের তরফে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 10/12

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমে বিরোধী আসনে থাকার সময় তৃণমূলের তরফে বাঘাযতীন পার্কের রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার আওয়াজ তোলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 11/12

এদিকে প্রশাসক বোর্ডে গৌতম দেবের নেতৃত্বে তৃণমূল নেতারা বসতেই তাঁদের ভোল বদলে গিয়েছে। বাঘাযতীন পার্ক যথেচ্ছ খুঁড়ে তাতে বাঁশ বেঁধে মঞ্চ তৈরি করা হচ্ছে।

 

Advertisement
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা
  • 12/12

এ নিয়ে এখন আওয়াজ তোলার কেউ নেই। বামেরা হীনবল হয়ে পড়েছে। ফলে তৃণমূল নেতারা পুরনিগমের ক্ষমতা ব্যবহার করে ইচ্ছেমতো কাজ চালাচ্ছেন বলে অভিযোগ।

Advertisement