তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের দাবি উঠল এভারেস্ট দিবসেবিশ্বের প্রথম এভারেস্টজয়ী দ্বয়ের অন্যতম তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করার দাবি উঠল শিলিগুড়িতে। ৬৮ তম এভারেস্ট দিবসের দিন আবারও একই দাবি জোরালো হলো।
এভারেস্ট ডে উদযাপন অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এই দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে তিনি জানান।
১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারিকে নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন প্রথম ভারতীয় তেনজিং নোরগে শেরপা। তারপর থেকে এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। সেইসাথে প্রতিবছরই এভারেস্ট ডে উপলক্ষে তার জেলাতেও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
জন্মসূত্রে নেপালি হলেও পরে দার্জিলিংয়ে চলে আসেন ও ভারতের নাগরিকত্ব নেন। ১৯১৪ সালের ২৯ মে নেপালের খুম্বু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
কুড়ি বছর বয়সেই তার কাছে পাহাড়ে চড়ার সুযোগ আসে। প্রথম ভারতীয় হিসেবে তিনি এডমন্ড হিলারিকে নিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করেন।
এরপর থেকেই গোটা দেশে দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয়। চলতি বছর এভারেস্ট ডে এর ৬৮ তম বর্ষপূর্তি। প্রতি বছর এই দিনটিতে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে তেনজিং নোরগে মূর্তির পাদদেশে এভারেস্ট ডে উদযাপন করা হয়ে থাকে।
তবে গত দু'বছর থেকে করোনার কারণে তেমন কোন জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই দিনটিকে উদযাপন করা হচ্ছে। এ বছরও শিলিগুড়ি পুরনিগমের তরফে এভারেস্ট ডে পালন করা হয়।
এদিন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব তেনজিং নোরগের মূর্তিতে খাদা অর্পণ করে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রশাসক বোর্ডের সদস্যরাও উপস্থিত অতিথিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গৌতম দেব বলেন শিলিগুড়ি পুরনিগমের তরফে তেনজিং নোরগে মূর্তির চারপাশে একটি বাগান তৈরি করা হচ্ছে সর্বক্ষণ একজন মালি থাকবেন তার পরিচর্চা করবেন।
মূর্তির চারপাশে আরো কি করে সৌন্দর্যায়ন করাতে বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে তিনি বলেন, তেনজিং নোরগে শেরপাকে ভারত সরকার এখনও পর্যন্ত ভারতরত্ন সম্মান প্রদান করল না। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষন করব যাতে কেন্দ্রীয় সরকার তেনজিং নরগে শেরপাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করে।