scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Update: স্বাধীনতা দিবসে ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলি, পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 1/10

নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার আভাস দিয়েছেন আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 2/10

রবিবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক হাওয়াবদলের সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। শনিবার এই ঘূর্ণাবর্তই নিম্নচাপে পরিণত হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 3/10

যার জেরে সোমবার দক্ষিণবঙ্গর সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার দুপুরে এক পশলা ভারী বৃষ্টি হয়েছে।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 4/10

রবিবার-সোমবারেও উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 5/10

আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 6/10

বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 7/10

আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 8/10

বর্ষার প্রথম থেকেই বর্ষণের দাপট দেখা গিয়েছে উত্তরবঙ্গে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে বর্ষার শুরুতে। পাহাড়ি জেলাগুলি ধসে বিপর্যস্ত হয়েছিল। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 9/10

তারপরেই হঠাৎ বর্ষার দাপট কমতে শুরু করে। জুন মাসের দাপট কমে জুলাইতে শুষ্কই ছিল প্রায়। অগাস্টে ফের ছিঁটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 10/10

তবু আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গেও এবার কম বর্ষা হয়েছে। সেই ঘাটতি এই বর্ষয় মিটবে কি না, তা না জানা গেলেও সাধারণ মানুষের স্বস্তি কিছুটা ফিরবে তা নিশ্চিত।

Advertisement