মশাবাহিত রোগ প্রতিরোধে শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে আজ গাপ্পি মাছের পোনা ছাড়া হল বিভিন্ন জলাশয়ে।
শিলিগুড়ি শহর জুড়ে আবারও নতুন করে জাঁকিয়ে বসেছে ডেঙ্গু আতঙ্ক। ইতিমধ্যে শিলিগুড়ি পৌরনিগমের দুটি ওয়ার্ডে দুজনের শরীরে মিলেছে ডেঙ্গুর জীবাণু ।
শিলিগুড়ি শহরকে এই মশা বাহিত রোগের হাত থেকে রক্ষা করতে শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যে সমস্ত জায়গায় জমা জলের সমস্যা রয়েছে, সেই সমস্ত জায়গায় গাপ্পি মাছের পোনা ছাড়া হচ্ছে শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে।
জানা গেছে গাপ্পি মাছ মশার লার্ভাগুলিকে খেয়ে ফেলে। এর ফলে মশার উপদ্রব এবং ডেঙ্গুর হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
এই বিষয়টি মাথায় রেখে বুধবার প্রায় সাড়ে তিন লক্ষ গাপ্পি মাছের পোনা পাঁচটি বরোর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও সাড়ে তিন লক্ষ মাছ অতি শীঘ্রই শিলিগুড়ি শহরে ছাড়া হবে বলেও জানানো হয়েছে। মৎস্য দফতর গাপ্পি মাছগুলি সরবরাহ করছে।
এদিন বাঘাযতীন পার্কের মাঠে মৎস্য দফতরের পক্ষ থেকে এই মাছগুলো শিলিগুড়ি পৌর কর্পোরেশন হাতে তুলে দিয়েছে।
সেখান থেকে সমস্ত বরোতে এগুলো বন্টন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার সহ পুর নিগমের আধিকারিকেরা।