scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

নাগাসাকি দিবসে পরিবেশ সচেতনতার বার্তা : ভুলে যায়নি শিলিগুড়ি

নাগাসাকি দিবস শিলিগুড়িতে
  • 1/8

জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ফেলার ৭৬ তম বার্ষিকী পালন করল সে দেশ I গোটা বিশ্বের কাছে এই দিনটি কষ্টের নাগাসাকি দিবস।

নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 2/8

শহরের মেয়র এই উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়ার আবেদন জানান I

নাগাসাকি দিবস শিলিগুড়িতে
  • 3/8

নাগাসাকির শান্তি উদ্যানে দেওয়া ভাষণে মেয়র তোমিহিসা টাউয়ে জাপান সরকারকে যুক্তরাষ্ট্রের পরমাণু বলয়ের অধীনে না থেকে, উত্তর-পূর্ব এশিয়াতে একটি পরমাণু মুক্ত এলাকা গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবার আবেদন জানানো হয়I

Advertisement
নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 4/8

মেয়রের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষার্থে প্রয়োজনে তাদের নিজ পরমাণু অস্ত্র ব্যবহার করবে I

নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 5/8

মেয়র তোমিহিসা টাউয়ে আরও বলেন, দুটি বৃহৎ পরমাণু শক্তিধর দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারে আরও বেশি করে ভূমিকা রাখতে হবে I

নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 6/8

এদিন শিলিগুড়িতেও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের তরফে শিলিগুড়িতে একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয়।

নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 7/8

বিজ্ঞানমঞ্চের তরপে স্বপনেন্দু নন্দী বলেন, সাহু নদীর পারে বৈকুণ্ঠপুর জঙ্গলে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন তাঁদের সদস্যরা।

Advertisement
নাগাসাকি দিবস পালন শিলিগুড়িতে
  • 8/8

গান গেয়ে প্রকৃতি প্রেমের বার্তা দেন তাঁরা। তাঁদের উৎসাহ দেন বনাধিকারিকরাও। পাশাপাশি নাগাসাকি দিবসের তাৎপর্য শেখানো হয়।

Advertisement