উত্তর-পূর্ব ভারতে প্রথম রেল কোচ ফ্যাক্টরি চালু হতে চলেছে আলিপুরদুয়ার রেল ডিভিশনের। রেল কোচ ফ্যাক্টরি তৈরি করতে জমি খোঁজার কাজ শুরু করেছে আলিপুরদুয়ার রেল ডিভিশন।
জমি খোঁজার কাজ হয়্র গেলে শুরু হবে ফ্যাক্টরি নির্মানের কাজ।ফ্যাক্টরি নির্মানের জন্য বাংলা আসাম সীমানার শ্রীরামপুর এলাকায় রেলের জমিতে সার্ভের কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের সদর দপ্তর থেকে প্রস্তাবিত কোচ ফ্যাক্টরির দূরত্ব ৬০ কিমি। নিউ আলিপুরদুয়ার গুয়াহাটি ব্রডগেজ লাইনের পাশেই নির্মিত হতে চলেছে কোচ তৈরির কারখানা।
আলিপুরদুয়ার ডিভিশনের ডি. আর.এম দিলীপ কুমার সিং জানিয়েছেন উত্তরপূর্ব ভারতের প্রথম রেল কোচ ফ্যাক্টরি হবে। বর্তমানে আমাদের প্রচুর রেল কোচের চাহিদা রয়েছে।বছরে ১০০০ রেল কোচ উৎপাদনের ক্ষমতা থাকবে নতুন কোচ কারখানায়।
এই মুহূর্তে দেশে রেল কোচ ফ্যাক্টরি রয়েছে পাঞ্জাবের কাপুরথালা,মর্ডান কোচ ফ্যাক্টরি রায়বেরিলি,ইন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে। উত্তরপূর্ব ভারত থেকে বর্তমানে দেশের প্রায় প্রতিটি বড় শহরেই ট্রেন চলছে।
আগামী ১০ বছরে ট্রেনের সংখ্যা যেমন বাড়বে তেমনি কোচের চাহিদাও বাড়বে।শুধু তাই নয়,গোটা দেশেই বর্তমানে অত্যাধুনিক এলএইচ বি সহ আধুনিক বিভিন্নরকমের রেল কোচের চাহিদা রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ২০২২ সালের মধ্যে দেশেই রেল নিজেদের যাবতীয় কোচ উৎপাদন করবে।
সেক্ষেত্রে চীন সহ বিদেশ থেকে যে সামান্য পরিমান রেল এক্সেল,রেল হুইল আমদানি করা হচ্ছে, তাও বন্ধ করা হয়ে যাবে।জানা গেছে, এলএইচবি কোচ তৈরি হবে কারখানাতে।সেক্ষেত্রে রাজধানী,শতাব্দী,হামসাফর সহ দূরপাল্লার জনপ্রিয় মেল এক্সপ্রেস ট্রেনের কোচের অভাব মিটবে।এসি,নন এসি স্লিপার কোচ,জেনারেল কোচ,চেয়ারকার,লাগেজ কাম ব্রেক ভ্যান সহ মালগাড়ির কোচ তৈরি হবে।