scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

স্ত্রীর মৃত্যুশোক ভুলতে শহর স্যানিটাইজ করে বেড়াচ্ছে শিলিগুড়ির ঋষি

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 1/18

স্ত্রী মারা গিয়েছেন মাস খানেক আগে। স্ত্রীর মৃত্যুশোক ভুলতে পারেননি স্বামী। বরং মৃত্যুশোককে বহন করে নিয়ে বেড়াচ্ছেন তিনি।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 2/18

 শিলিগুড়ির লেকডাউনের বাসিন্দা দেবর্ষি কানুনগো। শহর জুড়ে তাঁকে ঋষি নামেই সকলে চেনে। খানিকটা খ্যাপাটে, খানিকটা গোল্ডেন হার্ট।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 3/18

শীত-গ্রীষ্ম-বর্ষা, রোগ-জরা-ব্যাধি কোনও কিছুকেই ভয় পান না যিনি। যখন যেখানে দরকার হাজির হয়ে যাচ্ছেন তিনি।

Advertisement
স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 4/18

কখনও পিপিই কিট পরে, কখনও সে সুযোগ না থাকলে এমনিই চলে যাচ্ছেন। করোনাকে তোয়াক্কা না করেই।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 5/18

জীবন মৃত্যু এখন আক্ষরিক অর্থেই তার পায়ের ভৃত্য। সঙ্গে থাকছে স্যানিটাইজেশনের সামগ্রী। রাত-বিরাতে কিংবা লক ডাউনের মধ্যে।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 6/18

তাঁর একটাই কথা। স্ত্রীকে হারিয়েছি অকালে। শুশ্রুষারও কোনও সুযোগ পাইনি। আর কোনও প্রাণ যেন অকালে এই ভাবে ঝরে না যায়।  

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 7/18

সেই চেষ্টাই করছি। শুধু তাঁকে ডাকতে হবে এমন নয়। রাতে বাড়ি ফিরে ফোনে ঘনিষ্ঠ-পরিচিত জনের খোঁজ নিচ্ছেন তিনি। 

Advertisement
স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 8/18

কি খেলে করোনা দূরে থাকবে, বাতলাচ্ছেন তাও। আপনি শুনুন বা না শুনুন। তিনি শুনিয়ে যাবেন, কোথায় কীভাবে থাকলে করোনাকে দূরে রাখা যাবে।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 9/18

নিজে একটি বায়োকেমিক্যাল সংস্থায় চাকরি করেন। ফলে আর পাঁচজনের চেয়ে স্যানিটাইজেশনের রসায়ন সম্পর্কে তাঁর খানিকটা বেশি জানা।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 10/18

সেই অভিজ্ঞতা থেকে লেগে পড়েছেন তিনি নিজের কাজে। কোথাও তাঁকে ডাকা হচ্ছে। কোথাও নিজেই লেগে পড়ছেন পরোপকার করতে।

 

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 11/18

কেন এভাবে ছুটে চলেছেন তিনি। তিনি নিজেই জানালেন, স্ত্রী সঙ্গীতা মানুষকে ভালবাসতো। মানুষের কথা লিখতো। কেউ কখনও বিপদে বা কষ্টে আছে শুনলে মন কাঁদতো তাঁর।

Advertisement
স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 12/18

কয়েক মাস আগে সে চলে যাওয়ার পর তাঁর শোক থেকে বের হতে আর তাঁকে বাঁচিয়ে রাখতে তিনি মানুষের জন্য সেবায় বাড়তি উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 13/18

দেবর্ষিবাবু শিলিগুড়ির পরিচিত নাট্যকর্মীও বটে। তাই গ্রুপ থিয়েটারের সংষ্কৃতি তাঁকে আরও খানিকটা এগিয়ে দিয়েছে মানুষের সেবাকল্পে।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 14/18

শুধু স্যানিটাইজ করাই নয়, রাত-বিরেতে কোথাও যেতে হবে, অ্য়াম্বুল্যান্স জোগাড় করতে হবে, সবেতেই ফোরফ্রন্টে ঋষিবাবু।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 15/18

আগামী কয়েক মাস এখন কঠিন চ্যালেঞ্জ। মানুষের কাছে। সঙ্গে তাঁর কাছেও। তাই এখন নাওয়া খাওয়ার সময় নেই তাঁর।

Advertisement
স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 16/18

যখন ফোনে ধরা গেল। তখন তিনি এক নিকটজনের আত্মীয়ের শবদেহ সদ্গতি করার কাজে তদারকি করে বেড়াচ্ছেন। তার মধ্য়েই এগোল কথা।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 17/18

জানালেন, নিজে যদি অসুস্থ হয়ে অক্ষম হয়ে না পড়ি। তাহলে এই কাজ চালিয়ে যাব। শুধু একটা ফোন করলেই হবে আমি হাজির।

স্যানিটাইজের নেশায় পেয়েছে তাঁকে
  • 18/18

শহরে অনেকেই ভালো কাজ করছেন। তার মধ্যে উজ্জ্বল দেবর্ষিবাবুও। এভাবেই স্ত্রীর ইচ্ছেপূরণ করে চলেছেন তিনি।

Advertisement