scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Bikaner Express Accident : একটির উপরে আরেকটি কামরা! কতটা ভয়াবহ উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনাটি? PHOTOS

বিকানের
  • 1/14

ভয়াবহ দুর্ঘটনায় কবলে আপ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। এখনও পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

লাইনচ্যুত
  • 2/14

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আচমকা ট্রেনের ৫-৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

কামরাগুলি
  • 3/14

তবে দুর্ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্থ কামরাগুলি দুমড়েমুচড়ে গিয়েছে কার্যত।

Advertisement
চালানো
  • 4/14

তবে প্রাথমিক ভাবে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য।

আশঙ্কা
  • 5/14

তবে প্রাথমিক ভাবে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য।

পাঁচটা
  • 6/14

স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। 

উদ্ধারের
  • 7/14

দুর্ঘটনার পরে একটি কোচ জলের মধ্যে নেমে যায়, সেটিকেও উদ্ধারের চেষ্টা চলছে। 
 

Advertisement
ময়নাগুড়ি
  • 8/14

ট্রেনটি বিকানের থেকে গুয়াহাটি যাচ্ছিল। এদিকে ময়নাগুড়ি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সম্পূর্ণ
  • 9/14

বিকানের এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এবং যাত্রী ভর্তি ৪টি বগি সম্পূর্ণ উল্টে গেছে।

কর্মকর্তারা
  • 10/14

খবর পেয়ে রেলওয়ে পুলিশ প্রশাসনসহ জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

অ্যাম্বুলেন্সও
  • 11/14

ঘটনাস্থলে এসেছে এনডিআরএফও। এর পাশাপাশি প্রচুর অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। 

Advertisement
পাঠানো
  • 12/14

আহত যাত্রীদের চিকিৎসার জন্য 30-40টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং শিলিগুড়ি থেকে উদ্ধারকারী ত্রাণ ট্রেনও পাঠানো হচ্ছে।
 

সতর্ক
  • 13/14

উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোকে সতর্ক করা হয়েছে। সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
 

নরেন্দ্র
  • 14/14

ট্রেন দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

Advertisement