scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast Sunday: রবিবার থেকে উত্তরের ৪ জেলায় ভারী বৃষ্টি, কোথায় কোথায়?

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 1/10

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টি হয়নি। তবু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলেই এদিনও পূর্বাভাসে বলা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে মৌসুমী অক্ষরেখার হিমালয়ের কাছাকাছি রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 2/10

উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া চার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাল রকমই। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 3/10

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতো শনিবার সারাদিনই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে ভারী বলা যাবে না তাকে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 4/10

তবে হালকা বৃষ্টিতেই জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে বাকি জেলাগুলিতে তেমন কোনও প্রভাব পড়েনি। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 5/10

হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ির অংশ, আলিপুরদুয়ারে ছিঁটেফোঁটা বৃষ্টি পড়েছে। তবে সারাদিনই কালো মেঘ ছিল আকাশে। যা শেষ পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই আর বৃষ্টি হয়ে ঝরেনি।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/10

এর মধ্যে মালদহে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক চাষির। মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুরে ধনঞ্জয় মণ্ডল নামে ৫০ বছরের এক যুবক মাঠে কাজ করার সময় বাজ পড়ে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/10

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ অগাস্ট রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/10

উত্তরবঙ্গের দক্ষিণের বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 9/10

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 10/10

আগামী দিন পাঁচেকে কোনও জেলাতেই তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। সমস্য়ায় ফেলবে আর্দ্রতা। যা ইতিমধ্যেই ভোগাচ্ছে।

Advertisement