scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

খুঁটিপুজো : টিকা না নিলে পুজো কমিটিতে রাখবে না সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 1/8

শিলিগুড়িতে প্রথম ক্লাব হিসেবে এই বছরের খুঁটিপুজো সেরে ফেলল সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। করোনা আবহ কাটিয়ে ফের থিম পুজোয় ফিরছে তারা।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 2/8

এবারে ক্লাবের পুজো ৬৭ বছরে পা দিল। এবারে তারা থিম করেছে অরন্যের সংসার। তাতে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হবে বাগানের আদলে।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 3/8

নানা রকম গাছ লাগানো হবে। তার মাঝখানে শান্তির ছায়াঘন বাগিচায় বিরাজমান থাকবেন দেবী দুর্গা। তাঁর হাতে চিরাচরিত অস্ত্রশস্ত্রের পাশাপাশি অভিনবত্ব আনার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 4/8

হাতে থাকবে স্যানিটাইজার, মাস্ক। মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি ও প্রচার পুজোর অন্যতম অঙ্গ হিসেবে পালন করা হবে।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 5/8

পুজোর মধ্যে মেলা ও অন্য বহিরঙ্গ সজ্জা কমিয়ে মূলত নজর দেওয়া হবে সুস্থ ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে মানুষের সহযোগিতার দিকে।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 6/8

সমস্ত কোভিড প্রটোকল মেনেই পুজোর আয়োজন করা হবে। সীমিত দর্শক প্রবেশ করিয়ে সম্পূর্ণ সুরক্ষা বিধি মেনে পালন করা হবে পুজো রীতি।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 7/8

ক্লাব সচিব মদন ভট্টাচার্য জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই ক্লাবের পুজো কমিটির সকলকে করোনার প্রতিষেধকের দুটি টিকাই নিতে বলা হয়েছে।

Advertisement
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটিপুজো
  • 8/8

যারা টিকা নেবেন না, বা নিতে পারবেন না, তাঁদের পুজো কমিটিতে রাখা হবে না। সম্পূর্ণ কোভিড ফ্রি পুজো হিসেবে ক্লাবের পুজোকে এবার তাঁরা উপস্থাপনা করতে চাইছেন।

Advertisement