scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

পাহাড়ে নেমেছে ধস, লণ্ডভণ্ড মালদার পর্যটন, বাতিল একের পর এক ট্রেন

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 1/10

পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক পড়েছে মালদার পর্যটকদের মধ্যে। একের পর এক বুকিং বাতিল হচ্ছে।কয়েকদিন আগে পাহাড়ের লাগাতার বৃষ্টিতে ডুয়ার্স দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তা কত এলাকায় ধস নেমেছে।
 

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 2/10

ফলে একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক পর্যটকরা পাহাড়ে আটকে রয়েছেন। পর্যটকদের এমন ছবি প্রকাশ্যে এসেছে। যা উদ্বেগ বাড়িয়েছে সর্বত্রই।

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 3/10

প্রসঙ্গত কালিম্পং বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লীর শিক্ষক দেবরাজ রায়।

Advertisement
পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 4/10

যে খবর প্রকাশ্যে আসতেই জেলায় ভ্রমণপিপাসুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়েছে। প্রাকৃতিক বিপর্যয় প্রভাব পড়েছে ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে।

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 5/10

ইতিমধ্যেই অনেকে টিকিট মালদা টাউন স্টেশন এর কাউন্টারে গিয়ে বাতিল করেছেন। আবার অনেকে বেসরকারি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বাতিল করেছেন।

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 6/10

মালদা ইংরেজবাজার শহরের এনএস রোড এর বেসরকারি এক টিকিট কাউন্টারের মালিক মনমোহন সারদা জানান বহু মানুষ ইতিমধ্যে টিকিট বাতিল করতে আসছেন।

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 7/10

দিনে প্রতিদিন প্রায় কুড়ি থেকে ২৫ টি টিকিট আমাদের বাতিল করতে হচ্ছে। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। পুজোর মৌসুমী উত্তরবঙ্গের পাহাড় সহ ডুয়ার্সে যাওয়ার জন্য রক্তের মধ্যে এ প্রবণতা অনেক বেশি থাকে।

Advertisement
পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 8/10

এ বছরের তা ছিল। তবে পাহাড়ের দুর্যোগে আতঙ্কে একের পর এক টিকিট বাতিল করেছেন পর্যটকরা। বিশেষ করে দার্জিলিঙ উত্তরাখণ্ড এমনকী দিল্লির টিকিট অসত্য বাতিল করছে সে পর্যটকরা।

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 9/10

অন্যদিকে মালদা টাউন স্টেশন এর টিকিট কাউন্টার টিকিট বাতিল করার হিড়িক দেখা দিচ্ছে। মালদা টাউন স্টেশন এর রিজার্ভেশন টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত  সিআরএস মানসকুমার ঘোষ জানান চলতি মাসের প্রথম সপ্তাহের টিকিটের ভালো বিক্রি হয়েছে।

 

পাহাড়ে ধসে, ধসে পড়েছে মালদাও
  • 10/10

তবে অক্টোবর ১৬ তারিখের পর থেকে ২২ তারিখ অব্দি টিকিটের বাতিলের সংখ্যা ক্রমশ বাড়ছে। কয়েক হাজার টিকিট বাতিল হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেকেই কনফার্ম টিকিট বাতিল করেছে।

Advertisement