scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

জন বার্লা হাফপ্য়ান্ট মন্ত্রী, কটাক্ষ আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 1/8

পৃথক উত্তরবঙ্গ রাজ্য ভাগের দাবিতে সোচ্চার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে উত্তরবঙ্গবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বললো তৃণমূল।

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 2/8

 
উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার আলিপুরদুয়ারের মাটিতে পা রাখলেই তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিল ঘাসফুল শিবির।

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 3/8

শনিবার দুপুরে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাবার প্রতিবাদে আলিপুরদুয়ার চৌপথিতে  অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। সেখানেই সরব হয় তারা।

Advertisement
তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 4/8

সেই মঞ্চ থেকেই আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, বাংলা ভাগের চক্রান্তকারী বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় হাফপ্যান্ট মন্ত্রী জন বারলার আলিপুরদুয়ারে প্রবেশ করলেই তাকে সর্বস্তরের তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাবে।

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 5/8

দীপ্ত বলেন ওনাকে কেন্দ্রীয় সরকার বাংলাকে অশান্ত করে তোলার জন্য জন বারলার মতো একজনকে মন্ত্রী বানিয়েছে। তবে, আলিপুরদুয়ারের নাগরিক এই জন বারলাকে হিসেবে মন্ত্রীকে মানেনা। এই মন্ত্রী বাংলা ভাগের চক্রান্তকারী মন্ত্রী। জন বারলা মন্ত্রী নয় ওটা বাংলা ভাগের ষড়যন্ত্রী। 
 

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 6/8

দীপ্তবাবু বলেন, এই ষড়যন্ত্রীকে উত্তরবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি একটি বারের জন্য আলিপুরদুয়ারের মাটিতে পা দিলেই তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করা হবে। 

 

তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 7/8

দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল পাঁচটি আসনেই বিজেপির কাছে পরাজিত হয়েছে। তবে গত লোকসভা ভোটের নিরিখে আমাদের অনেক ভোট শতাংশ বৃদ্ধি হয়েছে। মানুষ তাদের ভুল বুঝতে পারছে।

Advertisement
তৃণমূলের বিক্ষোভ অবস্থান
  • 8/8

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বুঝতে পারবে পৃথক রাজ্যের দাবি করে জন বারলা তাদের দলের কতটা ক্ষতি করেছে। বিক্ষোভ অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী সহ জেলার প্রথম সারির অন্যান্য তৃনমুলের নেতা এবং কর্মীরা। 
 

Advertisement