scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Mirik Green City Plan: দার্জিলিং-গ্যাংটকের বিকল্প মিরিক, গ্রিন সিটি করবে পুরসভা

মিরিক হবে গ্রিন সিটি
  • 1/12

এমনিতেই মিরিকে সবুজের অভাব নেই। তার উপর আরও সবুজ ,করে গড়ে তুলতে এবং পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু করে গড়ে তুলতে মিরিক পুরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। উদ্দেশ্য একটাই দার্জিলিং-গ্যাংটক-কালিম্পংয়ের বিকল্প হিসেবে গড়ে তোলা

মিরিক হবে গ্রিন সিটি
  • 2/12

গ্রিন সিটি হওয়ার প্রস্তুতি নিচ্ছে মিরিক। শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে। মিরিক পৌরসভার চেয়ারম্যান এলবি রাই বলেন, "মিরিক পৌরসভা মিরিককে সবুজ শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে>
 

মিরিক হবে গ্রিন সিটি
  • 3/12

মিরিক পৌরসভা প্রতিটি ওয়ার্ডে চার থেকে পাঁচজন কর্মচারী ও স্বনির্ভর দলের সদস্যদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতার কাজ করছে এবং মিরিক পৌরসভাও প্রতিদিন মিরিককে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে।"  

Advertisement
মিরিক হবে গ্রিন সিটি
  • 4/12

সুডা মিরিক পৌরসভাকে প্রকল্পটি পরিচালনা করার জন্য যানবাহন সরবরাহ করেছে।  ৭ আগস্ট বিভিন্ন অভিনেতাদের সাথে ওই বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এবং ৯ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারকরা মিরিকে যাবেন। 

মিরিক হবে গ্রিন সিটি
  • 5/12

আনুষ্ঠানিকভাবে মিরিককে সবুজ শহর ঘোষণা করবেন। এলবি রাই বলেন,"মিরিকে জঞ্জাল অপসারনের জন্য ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা হবে। ওই ব্যাপারে শুধু পৌরসভার উদ্যোগই নয়, প্রতিটি মিরিকবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।" 

মিরিক হবে গ্রিন সিটি
  • 6/12

মিরিক পৌরসভা এলাকায় তিরিশটি হাইম্যাস লাইট স্থাপন করা হচ্ছে এবং মিরিক হ্রদে বিশুদ্ধ জল পাঠানোর জন্য জিটিএর মাধ্যমে নিকাশি ব্যবস্থার কাজ শেষ হয়েছে। 

মিরিক হবে গ্রিন সিটি
  • 7/12

পর্যটন মানচিত্রে অত্যন্ত পরিচিত একটি নাম মিরিক। এই মিরিকের মুকুটে এবার নতুন পালক জুড়তে চলেছে। শীঘ্রই মিরিককে ‘গ্রীন সিটি’ হিসেবে ঘোষণা করা হবে। এই জন্য সমস্ত প্রস্তুতি প্রায় সাড়া হয়ে গিয়েছে। 

Advertisement
মিরিক হবে গ্রিন সিটি
  • 8/12

২০১৭ সালের নির্বাচনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মিরিক পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই মিরিকের পর্যটনকে আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় পৌরসভা। 

মিরিক হবে গ্রিন সিটি
  • 9/12

ন’টি ওয়ার্ড থেকে পাঁচজন করে সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করে জঞ্জাল অপসারণ থেকে শুরু করে বৃক্ষ রোপনের প্রকল্প হাতে নেওয়া হয়। এই কাজে সহযোগিতা নেওয়া হয় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলির।

মিরিক হবে গ্রিন সিটি
  • 10/12

প্রত্যেকটি ওয়ার্ডেরই আবর্জনা সঠিক সময় তুলে নিয়ে নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে ফেলার কাজ ইতিমধ্যেই চালু হয়েছে। কয়েক বছরে প্রচুর গাছও মিরিক শহর জুড়ে লাগানো হয়েছে। 

মিরিক হবে গ্রিন সিটি
  • 11/12

গত কয়েক বছরে মিরিক অনেকটাই সাফসুতরো হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করেছে পুরসভা। যা দেখে খুশি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। ইতিমধ্যেই সুডার তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য বেশ কয়েকটি গাড়ি দেওয়া হয়েছে। 

 

Advertisement
মিরিক হবে গ্রিন সিটি
  • 12/12

রাজ্য সরকারও মিরিককে মডেল পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে বেশ কিছু পরিকল্পনা আগেই হাতে নিয়েছিল। জিটিএ-র মাধ্যমে মিরিক লেকের সংস্কার সৌন্দর্যায়নের কাজও হয়েছে।ছ যার ফলে পর্যটন মানচিত্রে আরও উন্নত হচ্ছে মিরিক।

Advertisement