scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

অনলাইন ক্লাস আর নয়, স্কুল খুলতে দেবী দুর্গার বোধন করে ফেলল ছাত্রছাত্রীরা

দেবীর অকাল বোধন
  • 1/9

করোনাকালে দীর্ঘদিন গৃহবন্দী খুদে ছাত্রছাত্রীরা। অনলাইন ক্লাসে আর মন বসে না। স্কুল খোলার প্রার্থনা জানিয়ে, মালদায় দুর্গার অকাল বোধন ছাত্র-ছাত্রীদের।

দেবীর অকাল বোধন
  • 2/9

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি মালদায় নিয়ম মেনে নিষ্ঠাভরে দুর্গার অকাল বোধন করল মনীষা, দেবায়ন, সৃজিতারা। দীর্ঘদিন গৃহবন্দি জীবনে দম বন্ধ হয়ে আসা খুদেরা আর চায় না অনলাইন ক্লাস।

দেবীর অকাল বোধন
  • 3/9

আগামীতে তারা স্কুলে বসে ক্লাস করতে চায়। খেলতে চায়, আবার আগের মতই স্কুলে নিয়ে যাওয়া টিফিন ভাগ করে খেতে চায় সহপাঠীদের সঙ্গে।

Advertisement
দেবীর অকাল বোধন
  • 4/9

ভরসা তাই বন্দিদশা থেকে মুক্তি পেতে রামচন্দ্রের অকাল বোধন সামনে রেখে। দুর্গা আরাধনায় মেতে উঠেছিল মালদার খুদে পড়ুয়ারা।

দেবীর অকাল বোধন
  • 5/9

মালদা শহরে বিদ্যাসাগর পল্লীর বাসিন্দারা দেবায়ন দাস। স্থানীয় বাশবাড়ি উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। করো পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই বাড়িতে পড়াশোনার পর দীর্ঘ অবসর সময়ে মাটি দিয়ে নানান দেবদেবীর মূর্তি তৈরি করে সে। সেগুলি এখন তার নিত্যদিনের খেলার সঙ্গী।

দেবীর অকাল বোধন
  • 6/9

এর মধ্যেই হঠাৎই ছাঁচের দুর্গা প্রতিমা তৈরি করে দেবায়ন। তৈরীর পরি ভাবনা আসে অকাল বোধনের। এ কাজের সাথে পেয়ে যায় বন্ধু সৃজিতা, মনীষা, রেহাকেও।

দেবীর অকাল বোধন
  • 7/9

পুজোর খরচ মেটাতে নিজেরাই নেমে পড়ে পরিচিতদের কাছ থেকে চাঁদা তুলতে। আর নিজেদের বাড়ি থেকেই বা কি প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড়। খুদেদের বাড়ির বড়রা ও। এরপর নিয়ম মেনেই হয় মা দুর্গার অকাল বোধন।

Advertisement
দেবীর অকাল বোধন
  • 8/9

কিন্তু কেন ? জিজ্ঞেস করলে দেবায়ন জানাই, রামায়ণের গল্প পরতে পরতেই আমি রামচন্দ্রের অকাল দুর্গাপুজোর কথা জানতে পারি। এই পুজো করে রামচন্দ্র যেমন দেবীর আশীর্বাদ হয়ে যুদ্ধে জয়লাভ করেন।

দেবীর অকাল বোধন
  • 9/9

আমরাও বন্ধুরা মিলে তেমন দুর্গাপুজো করলাম যাতে করো না চলে গিয়ে আমাদের স্কুল আবার খুলে যায়। আবার আগের মতোই সব কিছু ঠিকঠাক হয়। একই বক্তব্য মনীষার। সে জানে ঠাকুরের সামনে মনে মনে প্রার্থনা জানাতে হয়। তাই পুষ্পাঞ্জলি দিয়ে তার মনোস্কামনা আর কথা বিস্তারিতভাবে না জানালেও, তারও দাবি একটাই, আর ছুটি নয়, এবারে খুলুক স্কুল। আগের মতই ছাত্র-ছাত্রীদের কলরবে পরিপূর্ণতা লাভ করুক প্রতিটি শিক্ষাঙ্গন।

Advertisement