উত্তরবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মোটামুটি একই ধরণের বৃষ্টি ও তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টি হবে তবে ভারী নয়।
দুই দিনাজপুর ও মালদায় সবচেয়ে কম বৃষ্টি হবে। এখানকার তাপমাত্রাও সবচেয়ে বেশি থাকবে। আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে। ফলে আপাতত স্বস্তি নয়।
তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এবার প্রথম থেকেই উত্তরবঙ্গের সব জেলা বর্ষার দাক্ষিণ্য পেয়েছে। উল্টে অতিবর্ষণে ভেসেছে উত্তরবঙ্গ। এবার কিছুটা উল্টো হতে চলেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের উত্তরদিকের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও হতে পারে। তাতে গরম কমার কোনও আভাস দেখা নেই। অস্বস্তিও কাটবে না।
সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা কম থাকলও এই বৃষ্টির পরিমাণ বুধবার থেকে ফের বাড়বে। উত্তরবঙ্গে যদিও পূর্বাভাস থাকুক না থাকুক, হঠাৎ বৃষ্টি নেমে পড়ে কখনও সখনও।
অন্যদিকে পাহাড়ে তেমন বৃষ্টি না হলেও, যেহেতু এটি বর্ষাকাল, তাই পাহাড়ের জন্য সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে গত জুন মাস ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অতি ভারী বৃষ্টি হওয়ায় পাহাড় নরম। তাই ধসের সম্ভাবনা থাকছেই।