আপাতত কোনও ঝঞ্ঝাট নেই। পাকাপাকি শীত আসতেও খানিকটা দেরি রয়েছে। ফলে অলস ও শুকনো আবহাওয়া উত্তরবঙ্গ জুড়ে।
এখন পরিস্থিতি এমন ভোরের দিকে একটু শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই গরম অনুভব হবে। আপাতত এই পরিস্থিতিই চলবেল আরও কিছুদিন থাকবে।
হালকা জামাকাপড়ে কাজ চলছে না। অনেককেই চাদর, মোটা কাপড়ে ঢেকে বের হচ্ছেন সন্ধ্য়ের পর। পুরোপুরি শীতের আবহ ঢুকে পড়েছে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখন নভেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া ঢুকলে তবেই তাপমাত্রা আরও নামবে এবং শীত অনুভব হবে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলার আবহাওয়াই শুকনো থাকবে।
আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে রাতে ও ভোরে কিছুটা ঠান্ডাভাব থাকবে।