scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: পর্যটনের মরশুমে উত্তরবঙ্গের দুই ধসপ্রবণ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 1/8

পাকাপাকি শীত না পড়লেও চলতি মাসেই তাপমাত্রা খানিকটা নামতে পারে উত্তরবঙ্গে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 2/8

আপাতত দিনে রোদের তাপে উষ্ণতা থাকবে, সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা কম, এভাবেই চলবে আরও দিন দশেক বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 3/8

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা নিম্নচাপ তৈরি করবে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 4/8

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও,উত্তরবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আবার পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 5/8

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 6/8

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 7/8

উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। তবে হিমের পরিমাণ বাড়বে। কুয়াশা ফাঁকা এলাকায় কিছুটা বাড়বে।

 

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 8/8

উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Advertisement