scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: এখনই বিরাম নয়, উত্তরে আরও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 1/8

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছেই। কবে বিদায় নেবে বর্ষা তার কোনও নিশ্চিত পূর্বাভাস নেই। হাঁফিয়ে উঠেছেন উত্তরবঙ্গবাসী। সকলেরই প্রার্থনা এবার ক্ষান্ত হোক।

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 2/8

শরতের শেষে যেখানে লক্ষ্মীপুজোর পর হিম পড়ার কথা, সেখানে এমন আবহাওয়া? বহু বছর পর টানা বৃষ্টি চলছেই। যা বিরল বলেই জানাচ্ছেন অনেকে। 

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 3/8

মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে,আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 4/8

এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। 

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 5/8

বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়া এই পরিস্থিতি বলে জানানো হয়েছ আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 6/8

বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 7/8

তবে পাহাড়ের দিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সিকিমের মতো অবস্থা হতে পারে এখানেও। যে কোনও সময় শিলিগুড়ি থেকে দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পং যাওয়ার পাহাড়ি পথে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

Advertisement
উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি
  • 8/8

এদিকে এদিনও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বেশ কিছু নদীর জল উপচে তীরবর্তী এলাকায় ঢুকেছে। বহু জায়গায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে্। পাহাড়ে বৃষ্টি না থামা পর্যন্ত পাহাড়ি নদীগুলিতে সতর্কতা জারি থাকছে।

Advertisement