scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 1/8

দক্ষিণবঙ্গে বর্ষণের দাপট কমতেই উত্তরবঙ্গের সব জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। শুক্রবার দিনভর শুকনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পর বিকেল থেকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে উত্তরের একাধিক জায়গায়।

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 2/8

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 3/8

তবে মালদহ জেলায় বর্ষণের সম্ভাবনা সবচেয়ে কম। বৃষ্টির প্রভাব কম থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির সব জায়গায় কোথাও না কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি
  • 4/8

ইতিমধ্যেই উত্তরবঙ্গে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে বর্ষার দাপটে চিন্তায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বর্ষণের জেরে পর্যটনের মরশুমে ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 5/8

পাহাড়ে ধস সতর্কতা জারি করা হয়েছে। গোটা দার্জিলিং পাহাড়ই ধসপ্রবণ। ফলে পর্যটকদের সাবধানে সাইট সিইং করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর ও প্রশাসন। 

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 6/8

শুক্রবার পাহাড়ের সব জায়গাতেই প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এদিন বিকেলের পর থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে ঘর থেকে বের হওয়া যায়নি।

উত্তরবঙ্গে বৃষ্টি
  • 7/8

শুধু আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু আদপে দার্জিলিং, কালিম্পং, সমতলের শিলিগুড়ি, কোচবিহারেও ভাল রকম বৃষ্টি হয়েছে।

 

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি
  • 8/8

তাপমাত্রা স্বাভাবিক ছিল। তবে বৃষ্টির দাপট বাড়তেই উত্তরবঙ্গের  সমতলের বহু জায়গায় ফ্যান বন্ধ করে গায়ে হালকা চাদর টেনে নিতে হয়েছে। আপাতত এমন তাপমাত্রাই থাকবে বলে জানানো হয়েছে। তাপমাত্রা এই মরশুমে আর বাড়ার সম্ভাবনা নেই।

Advertisement