পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। ভারী না হলেও মাঝারি বৃষ্টি হয়েছে পাঁচ জেলাতেই। মালদা ও দুই দিনাজপুরে কম বৃষ্টি হয়েছে।
আগামীকাল ১৪ অগাস্ট উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম হতে পারে।
বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা ফের স্বাভাবিকের জায়গায় ফিরে আসবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য সুস্থিতি রাখতে দেবে না।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের কারণেই বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে মালদা, কোচবিহার ও দুই দিনাজপুরে অপক্ষাকৃত কম বৃষ্টি হবে। ঘূর্ণাবর্তের প্রভাব পড়লেও তা খুব একটা প্রভাবিত করবে না ওই এলাকাগুলিকে।
তবে ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে। তাতে অবশ্য তাপমাত্রা বা গুমোট ভাবে কোনও রকম পরিবর্তন হবে না। ফলে অস্বস্তি থাকবেই।
পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধস নামতে পারে বলে প্রশাসনকে বিশেষ সতর্ক করা হয়েছে। যেখানে এবার অনেকগুলি ছোট-বড় ধস নেমেছে।