বৃষ্টি হবে না, হবে না করেও উত্তরবঙ্গে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। দিনভর তাপিয়ে মঙ্গল, বুধবার সন্ধ্যায় নিয়ম করে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবারও সকালে পরিমাণ কম হলেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে দিঘার উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। আগের চেয়ে দুর্বল হলেও বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হবে ভারী রকমই।
ফলে আপাতত স্বস্তি উত্তরবঙ্গে। আর্দ্রতার হাঁসফাঁস আপাতত উধাও। তবে এখানেই শেষ নয়, সপ্তাহের শেষ থেকে ফের নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে।
মঙ্গল ও বুধবারের তুলনায় বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকবে। কিন্তু,ফের আবহাওয়া গতি বদলাতে পারে শনিবার থেকেই।
উত্তরবঙ্গে ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। এই বৃষ্টি চলতে পারে পরবর্তী সপ্তাহেও। বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে,২৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরিমাণে কম হবে বলে জানানো হয়েছে।
আগামী দুদিন জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।