scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: আসন্ন নিম্নচাপের কেমন প্রভাব উত্তরের ৮ জেলায়? পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 1/8

উত্তরবঙ্গে প্রত্যাশামতোই বৃষ্টির পরিমাণ কমেছে। শনিবার সারা দিনে উত্তরবঙ্গের আট জেলায় কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। তবে তা কোথাও দীর্ঘস্থায়ী হয়নি। 

 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 2/8

রাজ্যে মঙ্গলবার ৯ অগাস্ট থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ঘটার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টি নয়।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 3/8

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের কোথাও কোথাও বৃষ্টি হলেও আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ অগাস্ট সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 4/8

সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 5/8

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 6/8

দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই বৃষ্টি ও আর্দ্রতা মিলিয়ে সমস্য়া বাড়াবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 7/8

পাহাড়েও অতি ভারী বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ধস সতর্কতাও শিথিল করা হয়েছে। তবে তুলে নেওয়া হয়নি।

 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
  • 8/8

উত্তরবঙ্গের দক্ষিণের তিন জেলা উত্তর ও  দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপমাত্রার সঙ্গে চড়া রোদ জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে বলে পূর্বাভাস। তবে মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা স্বস্তি আনবে।

Advertisement