scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

বিশ্বকর্মার প্রকোপ ! বিসর্জনে গিয়ে নিজেই তলিয়ে গেলেন রেলকর্মী

মহানন্দায় চলছে তল্লাশি
  • 1/8

বিশ্বকর্মা বিসর্জনে গিয়ে বিপত্তি। মালদার ইংরেজবাজার থানার গয়েশপুর মহানন্দার ঘাটে  তলিয়ে যায় এক রেলকর্মী। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।
 

মহানন্দায় চলছে তল্লাশি
  • 2/8

ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। রাত পেরিয়ে সকাল হলেও মেলেনি রেল কর্মীর দেহ। চলছে মহানন্দা নদীতে তল্লাশি। উদ্বেগে সমস্ত রেলকর্মীরা। 
           

মহানন্দায় চলছে তল্লাশি
  • 3/8

জানা গিয়েছে,ওই রেল কর্মীর নাম মোহন কুমার চৌরাশিয়া(২৫)। সে মাল গাড়ির চালক।বাড়ি বিহারের ভাগলপুরে। গত এক বছর আগে চাকুরি পান।

Advertisement
মহানন্দায় চলছে তল্লাশি
  • 4/8

মালদায় পোষ্টিং ছিল প্রথম। স্থানীয়রা জানায়, গত শুক্রবার মালদা জেলার লোকোসেড এলাকায় বিশ্বকর্মা পুজোয় যোগ দেয় সে। এরপর রবিবারের দিন সেই বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে আসে।

মহানন্দায় চলছে তল্লাশি
  • 5/8

স্থানীয় ইংরেজবাজার থানার রেল কলোনি এলাকার মহানন্দার ঘাটে। ঠাকুর বিসর্জনের সময় ঘটে বিপত্তি। তলিয়ে যায় ওই রেলকর্মী।

মহানন্দায় চলছে তল্লাশি
  • 6/8

ভরা মহানন্দায় তলিয়ে যাওয়ার ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল বোর্ডের সদস্য নরেন্দ্রনাথ তিওয়ারি।

মহানন্দায় চলছে তল্লাশি
  • 7/8

শুরু হয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ডুবুরি নামিয়ে তল্লাশি। রাত পেরিয়ে সকাল হলেও এখনো পর্যন্ত ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি। রেল বোর্ডের সদস্য নরেন্দ্রনাথ তিওয়ারি জানান, ঠাকুর বিসর্জনের জন্য এই মহানন্দা ঘাট  বেশ কয়েকজন এসেছিল।

 

Advertisement
মহানন্দায় চলছে তল্লাশি
  • 8/8

সেই সময় এই বিপত্তি ঘটে। ইতিমধ্যেই আমরা গোটা ঘটনার খবর ইংলিশবাজার থানার পুলিশকে জানিয়েছি।  পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের জানানো হয়েছে। তারা খোঁজ শুরু করেছে।

Advertisement