scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Rain Forecast In North Bengal: শীতের আমেজের মধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আরও কমবে তাপমাত্রা

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 1/8

Rain Forecast In North Bengal: গোটা রাজ্যেই তাপমাত্রা নামছে। এখনও তা শীতকালের ঠান্ডার স্তরে যায়নি বটে, তবে শীত অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এখন শীতের আবহ।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 2/8

তবে তার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই গত তিন চার দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 3/8

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে ৬ টি জেলাই শুকনো থাকবে। 

Advertisement
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 4/8

তবে ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 5/8

পশ্চিমী ঝঞ্ঝার কারণেই ওই দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই কয়েক দফায় বৃষ্টি হয়েছে। 

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 6/8

আগামী দু'দিনে বর্তমান তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে রাতে ঠান্ডা বাড়বে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 7/8

তবে তারপরের তিন-চারদিন নতুন করে আর তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা আরও কমতে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

 

Advertisement
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
  • 8/8

পাহাড়ে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ধস সতর্কতা জারি করা থাকছে। প্রশাসনের তরফেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Advertisement