North bengal Weather Forecast:আবহাওয়া বদলাচ্ছে গোটা রাজ্যেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত রাজ্যে তেমন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দু-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সকালের দিকে হালকা কুয়াশা কিংবা শীত অনুভব হলেও আপাতত শীত আসতে দিন ১৫ দেরি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিনের পূর্বাভাসে।
উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলির মধ্য়ে দুই দিনাজপুরে, জলপাইগুড়ি, কালিম্পংয়ের আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সামান্য তারতম্য হলেও সার্বিক তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।