scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

PHOTOS : জালে ধরা পড়া ওটা ডলফিন না মাছ? মালদায় চাঞ্চল্য

উদ্ধার
  • 1/10

মৃত শুশুকের দেহ উদ্ধার হল মালদার কালীন্দ্রি নদীতে। মালদার মানিকচক ও পুখুরিয়া থানার অর্ন্তবর্তী নদীতে জেলেদের জালে শুশুকটি উদ্ধার হয়েছে। 

নদীঘাটে
  • 2/10

বিরল প্রজাতির প্রাণী দেখতে সকাল থেকে নদীঘাটে ভিড় করেন গ্রামবাসীরা। ঘটনায় খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়।
 

জেলে
  • 3/10

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কিছু জেলে মাছ ধরার সময় জাল টানছিলেন। সেই সময় তারা এই বিশাল আকৃতির বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পায়। 

Advertisement
অবস্থায়
  • 4/10

যদিও দীর্ঘক্ষণ চেষ্টা করে এই বিরল প্রজাতির প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার খবর গ্রামের মধ্যে পৌঁছাতে ঝাঁকে ঝাঁকে উৎসাহী মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য আসতে থাকে। 

উদ্ধার
  • 5/10

পরে বনদফতরের কর্মীরা এসে প্রাণিটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেরোয়ার জানান, গঙ্গা ও কালিন্দ্রী মধ্যে সংযোগ রয়েছে। আর সেই কারণেই বেশ কয়েক দিন ধরে জল বৃদ্ধি হয়েছে। 

প্রাণী
  • 6/10

তাই মনে করা হচ্ছে এর ফলে ওই বিরল প্রজাতির প্রাণী কালিন্দ্রীতে ঢুকে পড়েছে। এদিন জেলেরা মাছ ধরছিল তাদের জালে এই মৃত ডলফিনের মত বিরল প্রজাতির প্রাণী ধরা পড়েছে। 

মানুষেরা
  • 7/10

এত বড় বিরল প্রজাতির প্রাণীর দেখার জন্য উৎসাহী মানুষেরা ভিড় করে। কারণ এর আগে এই ধরনের প্রাণী কখনো এই নদীতে দেখা যায়নি।

Advertisement
সাধারণত
  • 8/10

বনদপ্তরের আধিকারী প্রদীপ গোস্বামী জানান, এটা হচ্ছে শুশুক। সাধারণত এগুলো গঙ্গা নদীতে দেখা যায়। এখানে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

রয়েছে
  • 9/10

তিনি আরও বলেন, আমাদের এখানে গঙ্গা নদীতে প্রচুর রয়েছে পরিমাণে শুশুক রয়েছে। কালিন্দ্রী নদীতে দেখতে পাওয়ার রেকর্ড খুব কম রয়েছে। এখানে যে পাওয়া গেছে এই বিষয়টি নিয়ে আমরা আরও গুরুত্ব সহকারে দেখব কিভাবে এই নদীতে প্রাণীটি আসলো। 
 

প্রাণীদের
  • 10/10

ওই বন দফতরের আধিকারিক আরও বলেন, এই ধরনের প্রাণীদের কে বাঁচানোর জন্য মানুষদের মধ্যে সচেতনতা শুরু হয়েছে। 
 

Advertisement