scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

শিশুর মায়েদের জন্য আলাদা টিকাকরণ কেন্দ্র শিলিগুড়িতে

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 1/7

শিলিগুড়িতে সরকারি ও বেসরকারি হাসাপাতালগুলিতে টিকাকরণের কাজ চলছে জোর কদমে। তার পাশাপাশি বেশি মানুষকে দ্রুত টিকাকরণ করার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও টিকার জন্য উৎসাহিত করা হচ্ছে। 

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 2/7

তাতে সাড়াও মিলছে ভালই। সব টিকাকরণ কেন্দ্রেই ভিড় উপচে পড়ছে। ফলে প্রতিদিনই নতুন নতুন সংগঠন ও সংস্থাকে টিকা তুলে দেওয়া হচ্ছে।

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 3/7

এবার আরও নির্দিষ্ট করে শিশুদের মায়েদের যাতে টিকাকরণ করতে সুবিধা হয়, তার জন্য আলাদা টিকাকরণ কেন্দ্র চালু করা হল।

Advertisement
শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 4/7

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে এদিন ১ দিন থেকে ১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকাকরণের সূচনা করা হল। শিলিগুড়ি পুরপ্রশাসকমণ্ডলীর উদ্যোগে চালু হল এই টিকাকরণ।

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 5/7

এদিন সূচনা করেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, সদস্য় রঞ্জন সরকার। প্রয়োজন হলে আরও কয়েকটি এমন টিকাকরণকেন্দ্র চালু করা হবে বলে গৌতমবাবু জানিয়েছেন।

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 6/7

কেন্দ্রের তরফে গর্ভবতীদেরও টিকাকরণে ছাড়পত্র দেওয়া হয়েছে, জানা গিয়েছে তা চালু হলে আলাদা করে তাঁদের জন্যও টিকাকরণ কেন্দ্র চালু করা হতে পারে।

শিশুদের মায়ের টিকাকরণ শুরু
  • 7/7

শিলিগুড়িতে অন্তত শতাধিক টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। অনেকের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া হলেও বেশিরভাগেরই তা হয়নি। আবার একটা বড় অংশের কোনও ডোজের টিকাই নেওয়া হয়নি। সকলকে দ্রুত টিকা নিতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে আরও প্রচার করা হবে।

Advertisement