লক ডাউনে শিশু মনে অভিনবত্ব এনে দিতে ফের শিলিগুড়িতে নানা রকম অনুষ্ঠানে মেতে উঠল স্কুল ছাত্র ছাত্রীরা।
প্রতিটি ফুল প্রকৃতিতে একটি প্রস্ফুটিত আত্মা। এই বার্তা ও স্লোগান তুলে শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ার একটি স্কুলে নার্সারির ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়াল ফুল দিবস উদযাপিত হয়।
অনলাইন অনুষ্ঠানে বেশ কিছু শিশুরা অভিনব ফুলের পোশাকে সেজে অংশগ্রহণ করেছিল, যেমন সূর্যমূখী, গোলাপ। নানান ফুলের আদলে গো অ্যাজ ইউ লাইক ভার্চুয়াল অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রা যোগ করে।
কীভাবে একটি পেপার কাপ এবং চার্ট পেপার দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করা যায় তা শিশুদের শেখানো হয়েছে।
এমনিতেই প্রায় এক বছরের বেশি সময় ধরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তা বলে পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না।
তাই বাচ্চাদের শিক্ষার পাশাপাশি একঘেঁয়েমি থেকে মুক্তি দিতে নানা রকম উপায় বের করতে থাকেন শিক্ষক শিক্ষিকারা।
নইলে এই পরিস্থিতিতে বোরডমের কবলে পড়তে হবে তাঁদের। তা যাতে না হয়, তাই এই ধরণের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে।