scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Snowfall in Darjeeling: ১০ বছর পর স্নোফল ঘুম-টাইগার হিলে, দার্জিলিঙে উল্লাস পর্যটকদের, দেখুন PHOTOS

এলাকায়
  • 1/10

প্রায় ১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ের ঘুম এলাকায়। এদিন সকাল থেকেই বরফ পড়তে শুরু করে।

টাইগার
  • 2/10

শেষ ২-৩ দিন ধরেই টাইগার হিলে বরফ পড়ছে। ফলে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।

ঘোরাফেরা
  • 3/10

দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
 

Advertisement
বরফের
  • 4/10

ডিসেম্বরের এই শেষলগ্নে প্রচুর পর্যটক ভিড় করেন পাহাড়ে। বরফের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরা।

টয়ট্রেনের
  • 5/10

তবে ঘুম স্টেশনে বরফ পড়া সবথেকে বেশি নজর কেড়েছে। টয়ট্রেনের লাইনেও জমে গিয়েছে বরফ।

আশেপাশে
  • 6/10

ঘুমের থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র ৮ কিমি। ঘুমের আশেপাশে এলাকাতেও বরফ পড়তে শুরু করেছে।

তুষারপাত
  • 7/10

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার মিশেলে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য জায়গাগুলিতে তুষারপাত শুরু হয়েছে।

Advertisement
থাকতে
  • 8/10

আরও কয়েকদিন এরম আবহাওয়া থাকতে পারে বলে জানা গিয়েছে।

স্বাভাবিক
  • 9/10

বছরশেষে দার্জিলিংয়ে বরফের দেখা পাওয়ায় স্বাভাবিক ভাবে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।

তাপমাত্রা
  • 10/10

উত্তরবঙ্গের বরফ পড়লেও দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে অস্বস্তি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি হয়ে গিয়েছে। 

Advertisement