North Bengal Snowfall Forecast: কুয়াশার মোড়া পাহাড় থেকে সমতল। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে পারদ নেমে ফের ১০ ডিগ্রির নীচে। তবে তাপমাত্রার রেকর্ঢ থেকেও কনকনে জোলো হাওয়া শিরদাঁড়া কাঁপিয়ে দিচ্ছে।
হিমেল হাওয়ায় কাঁপছে দার্জিলিং থেকে সমতলের শিলিগুড়ি। সোমবার যাঁরা পাহাড়ে ছিলেন, দিনভর কুয়াশায় ঢাকা থাকায় হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাননি। কুয়াশার আড়ালেই ছিল কাঞ্চনজঙ্ঘা।
ডুয়ার্সের একাধিক জায়গায় বছরের শীতলতম দিন ছিল। তাপমাত্রার পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঘন কুয়াশায় ঢেকেছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, চালসা, মালবাজার, ওদলাবাড়ি সহ গোটা ডুয়ার্স।
কুয়াশাচ্ছন্ন রেলপথ থেকে সড়ক পথ। কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক থেকে শুরু করে এশিয়ান হাইওয়ে ৪৮। ঘন কুয়াশা সঙ্গে হাড় হিম বাতাসে পর্যুদস্ত উত্তরবঙ্গ।
তবে রবিবারের তুলনায় জলপাইগুড়িতে ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
দার্জিলিংয়ে এদিন তাপমাত্রা ছিল ৪-৫ ডিগ্রির আশপাশে। কালিম্পঙে ৫-৬ ডিগ্রির মধ্যে। শিলিগুড়িতে তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৮ থেকে১০ এর মধ্যে। এদিন রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজে বেড়াতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।
দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে. রাতের দিকে তাপমাত্রা শূন্য ডিগ্রিতে আসতে পারে বলে আবহাওয়া দফতরের ধারণা। তবে শহরে হবে কি না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।