scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

পাহাড়ের পাথুরে জমিতে আলু চাষে সাফল্য, বাণিজ্যিক ভাবনা শুরু

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 1/34

সাধারণ ভাবে সমতলে বিস্তীর্ণ এলাকায় খেতে আলু চাষ দেখেই অভ্যস্ত আম জনতা। সাধারণত আলু সমতলেই হয় ভাল।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 2/34

বিঘার পর বিঘা খেতে আলু উৎপাদন করা হলে তাতে বাণিজ্যিকভাবে যে আলু ব্যাপক লাভজনক হয় তাতে কোনও সন্দেহ নেই।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 3/34

তবে বিকল্প ভাবনাও যে ভাবা যেতে পারে, তা সম্প্রতি কিছু গবেষণায় প্রমাণ করেছেন কৃষিবিজ্ঞানীরা।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 4/34

শুধু খাতায় কলমে নয়, হাতে কলমেও তার পরীক্ষামূলক চাষ করে বিকল্প ভাবনাকে স্বীকৃতি দিয়েছেন তাঁরা।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 5/34

পাহাড়ের পাথুরে জমিতে আলুর চাষ করে তাঁরা তাক লাগিয়ে দিয়েছেন। পাথুরে জমির অগভীর মাটিতেও যে পরিচর্যা ও পরিকল্পনা করলে ভাল আলু চাষ হতে পারে তা প্রমাণ করেছেন তাঁরা।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 6/34

শুধু এক আধ রকম নয়, একাধিক প্রজাতির আলু চাষ করে তাঁরা তাক লাগিয়ে দিয়েছেন। সাদা, লাল, হলুদ, বেগুনি আলুর চাষে সাফল্য লাভ করেছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 7/34

কৃষি বিজ্ঞানী মেহফুজ আহমেদ পাহাড়ের পাথুরে জমিতে আলু চাষে উৎসাহ দিয়ে সাফল্য লাভ করছেন।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 8/34

দার্জিলিং, কালিম্পং, লাভা, রিশপ এলাকায় চাষ হচ্ছে আলু। বিভিন্ন প্রজাতির এই আলু মানে ও স্বাদে সাধারণ আলুর চেয়ে কয়েকগুণ বেশি ভাল ও উপকারী।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 9/34

ফার্মার্স ক্লাব গড়ে মেহফুজবাবু চাষে উৎসাহ দিচ্ছেন স্থানীয়দের। পাহাড়ের পাথুরে জমিতেও যে আলুর এত প্রজাতি হতে পারে, তা দেখিয়ে দিয়েছেন তিনি। 

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 10/34

শুধু পরীক্ষামূলক নয়, পরিকল্পনা করে চাষ করলে স্থানীয় বাজারে বিক্রির জন্য বাণিজ্যিকভাবেও চাষ করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 11/34

সম্প্রতি দার্জিলিংয়ের হাই অল্টিটিউডে অবস্থিত রিম্বিক-এ সিআইপি প্রজাতির আলুর ক্লোন তৈরি করে তাঁরা সাফল্য লাভ করেছেন।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 12/34

কে সুন্দরী, কে ললিত, কেসিএম, কে লিমা, কে লালিমা, নীলকণ্ঠ প্রজাতির আলু চাষ করে সম্প্রতি সাফল্য লাভ করেছেন তাঁরা।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 13/34

এ ছাড়াও আরও পবহু প্রজাতি রয়েছে, যেগুলি এখনও নামকরণ হয়নি, নম্বর দিয়ে সেগুলি চিহ্নিত করা রয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 14/34

ইন্টারন্যাশনাল পট্যাটো সেন্টার ও পশ্চিমবঙ্গ কৃষি দফতরের যৌথ উদ্যোগে এই প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেহফুজবাবু।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 15/34

পাহাড়ের বিভিন্ন এলাকায় যেখানে সামান্য সমতল জায়গা পাওয়া যাবে, সেখানেই মাটি পরীক্ষা করে আলুর চাষ করা সম্ভব।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 16/34

বছরে তিনবার এই আলুগুলি চাষ করা সম্ভব। সাড়ে ৬ থেকে সাত বর্গ মিটার জায়গা পেলে বা কম জমিতেও আলু চাষ করা যেতে পারে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 17/34

বাড়ির সঙ্গে লাগোয়া হওয়ায় পরিচর্যা ও নজরদারির ক্ষেত্রেও কোনও সমস্যা নেই। তাই সহজেই আলু ভালো গুণমান লাভ করতে পারে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 18/34

তা ছাড়া আলু চাষে খুব একটা সারের প্রয়োজন হয় না। তবে শিলাবৃষ্টি হলে কিছুটা ক্ষতি হতে পারে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 19/34

সে কারণে বেশ কিছু জায়গায় পলি হাউস তৈরি করেও আলুর চাষ করা হচ্ছে। তাতে মাথায় শেড থাকায় অতিবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি থেকে রক্ষা পাবে ফসল।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 20/34

পাহাড়ের মাত্র কয়েকটি জায়গাতে আপাতত আলুর চাষ হয়েছে। আরও বহু জায়গায় চাষের সুযোগ রয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 21/34

সে সমস্ত জায়গাগুলিকে চাষের আওতায় এনে বাণিজ্যিকভাবে চাষে উৎসাহ দেওয়া হয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 22/34

এখন যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলি সবই সামার পট্যাটো শ্রেণির অন্তর্ভুক্ত বলে জানা গিয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 23/34

স্থানীয় বাসিন্দারা অভাবনীয় আলু চাষে সাফল্য লাভ করে অত্যন্ত খুশি। তাঁরা ভাবতে পারেননি এভাবে বাড়ির কাছে আলু চাষ করা সম্ভব।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 24/34

একবার সাফল্যের স্বাদ লাভ করে তাঁরা অবশ্য় বিভিন্ন প্রজাতির আলু বাণিজ্যিকভাবে চাষ করতে চান। খুব বেশি বাইরে পাঠাতে না পারলেও

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 25/34

পাহাড়ের বাজার কিংবা শিলিগুড়িতে ভালো আলু নিয়ে তাঁরা বিভিন্ন এক্সক্লুসিভ আলু বিপণি করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানা গিয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 26/34

এই আলুগুলি সামান্য সার প্রয়োগ করা হলেও মূলত ভেষজ বা হার্বাল। তাই উপকারের দিক থেকেও গুণমান অনেকটাই বেশি।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 27/34

তা ছাড়া শিলিগুড়িতে চার্চ রোডে প্রতি রবিবার একটি সানডে হাট বসে। যেখানে ভেষজ জিনিসের সম্ভার থাকে এবং বিক্রি হয়।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 28/34

সেখানেও তাঁরা তাঁদের পণ্য় নিয়ে হাজির হতে পারেন। ফলে সুযোগ একটা থাকছে তাঁদের কাছে। যা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 29/34

এমনিতেই বিভিন্ন ধরণের শাক সব্জি, স্কোয়াশ, কমলালেবু, ভুট্টা, চা পাতার স্বগর্রাজ্য বলে পাহাড়কে চেনে মানুষ। কিন্তু সঠিক পরিচর্যা ও 

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 30/34

সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োগ রীতি ঠিক থাকলে মরুভূমিতেও যে ফুল থুড়ি আলু ফলতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এটি।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 31/34

আপাতত স্বল্প সংখ্যক মানুষ আলু চাষে ব্রতী হয়েছেন। আরও মানুষ এঁদের সাফল্যে অনুপ্রেরণা লাভ করলে কমিউনিটি কালটিভেশন করা সম্ভব হবে।

Advertisement
পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 32/34

বিশেষ করে পাহাড় পাদদেশ এলাকা রোহিনী, সুকনা, দুধিয়া, পানিঘাটা, গারিধুরা এলাকায় আলু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 33/34

সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পাহাড়ের পাদদেশ এলাকাগুলিতে প্রচুর পরিমাণ উন্নত প্রজাতির আলু তৈরি হতে পারে।

পাহাড়ের খাঁজে চাষ হচ্ছে আলু
 • 34/34

সরকারে কাজ তাঁদের সাহায্য করার পাশাপাশি উৎসাহিত করা। যা তাদের আধিকারিকরা পুরোদস্তুর চালিয়ে যাচ্ছেন।

Advertisement