scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Rain On Sunday At North Bengal: কয়েক পশলা বৃষ্টিতে উত্তরে দাবদাহ উধাও, তাপমাত্রা কমল অনেকটাই

স্বস্তির বৃষ্টি
  • 1/10

"প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ" উত্তরবঙ্গবাসীর প্রাণের গান এখন এটাই। একে তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ট্রেলার হিসেবে রবিবার সকালে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে।

স্বস্তির বৃষ্টি
  • 2/10

পরিমাণ হিসেবে খুবই অল্প। কিন্তু তাতেই তাপপ্রবাহ উধাও। ভারী বৃষ্টি হোক না হোক, সামান্য বৃষ্টিতেই উত্তরবঙ্গের বুকে প্রাণ ফিরে এসেছে। আপাতত উত্তরবঙ্গবাসী এতেই খুশি। অপেক্ষা এখন ভাসাভাসির।

স্বস্তির বৃষ্টি
  • 3/10

টানা কয়েকদিনের গরমেই হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর। টানা কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলেছে। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। 

Advertisement
স্বস্তির বৃষ্টি
  • 4/10

অবশেষে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর । সোমবার থেকেই ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার আভাস মিলেছে রবিবার সকালে। 

স্বস্তির বৃষ্টি
  • 5/10

আগামী ২০ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিভাতের পূর্বাভাস রয়েছে।

স্বস্তির বৃষ্টি
  • 6/10

রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। ডুয়ার্সের নানা জায়গায় বৃষ্টিপাতও শুরু হয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। সেই জের এসে পৌঁছল উত্তরবঙ্গেও। 

 

স্বস্তির বৃষ্টি
  • 7/10

এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
স্বস্তির বৃষ্টি
  • 8/10

উত্তরবঙ্গের আকাশে অবশ্য শনিবার থেকেই কালো মেঘে ঢাকা ছিল সারাদিন। যদিও বৃষ্টি হয়নি। তাই বাসিন্দাদের আশঙ্কা ছিল, রবিবারও বুঝি মেঘ বৃথাই যায়। 

স্বস্তির বৃষ্টি
  • 9/10

কিন্তু শেষমেষ রবিবারের ছুটির বাজারে নেমে এল ধারাপাত। সকাল ১০ টা নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। যদিও সবটাই ছিল কয়েক পশলা। 

স্বস্তির বৃষ্টি
  • 10/10

তবে তা শরীর মন শান্ত করার পক্ষে ছিল যথেষ্ট। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা থাকলেও তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি নেমে গিয়েছে। যেখানে দুদিন আগে তাপমাত্রা ৪০ ছুঁই-ছুঁই ছিল। সেখানে রবিবার সকালে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা নেমে আসে ৩৫ ডিগ্রিতে। ভারী বৃষ্টি শুরু হলে ৩০ এর কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

Advertisement