রাজ্য়ে তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেও। ইতিমধ্যেই হাড়হিম শীত বিদায় নিয়েছে। বাতাসে শুষ্কভাব চলে এসেছে। শীত গিয়ে অনেকটাই বসন্তের ছোঁয়া।
এই মরশুমে শীত আর হয়তো ফিরবে না। এখনই তা জোর দিয়ে না বললেও মোটামুটি এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে জানানো হয়েছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা।
সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। তবে এখনই ঠান্ডাভাব চলে যাবে না দার্জিলিং-কার্শিয়াংয়ে। তাপমাত্রা কিছুটা বাড়বে কালিম্পংয়ে।