একটি মাত্র চুল। তার একটা ছোটো অংশ। তার ওপর ভারতের জাতীয় পতাকার রং ফুটিয়ে তুললেন শিলিগুড়ির মাইক্রো আর্টিস্ট রমেশ শা। সেই সঙ্গে তৈরি করেছেন সর্ষের দানার ওপর গ্লোব আর তার ওপর জাতীয় পতাকা। তাঁর চমকপ্রদ প্রতিভা বরাবরের মত চর্চার কেন্দ্রে।
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে স্মরণ করে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির মাইক্রো আর্টিস্ট রমেশ সা।
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নং ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকার বাসিন্দা রমেশবাবু টানা এক মাসের প্রচেষ্টার পর দুদিন আগে শেষ করলেন চুলের ওপর তৈরি তেরঙ্গা ফুটিয়ে তোলার কাজ।
ওয়ার্ল্ড রেকর্ড অফ ইন্ডিয়াতে তাঁর এই কাজ স্থান পাবে বলে আশাবাদী তিনি। ১৯৯৪ সাল থেকে শিলিগুড়ির নেতাজি কলোনীর বাসিন্দা
রমেশবাবু শুরু করেছিলেন এই মাইক্রো আর্ট। একটি মাত্র চালের দানার ওপর ১৫ জন বিশিষ্ট গায়কদের নাম লিখে শুরু হয়েছিল মাইক্রো আর্টিস্ট হিসেবে তার পথ চলা।
তারপর থেকে এক একটি অভিনব আর্ট তৈরি করে ৫ টি ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন রমেশবাবু। এবার স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ উপলক্ষে চুলের ওপর তৈরি আর্ট দিয়ে নাম গড়তে চান ওয়ার্ল্ড রেকর্ড অফ ইন্ডিয়াতে।
এই আর্টের পাশাপাশি তিনি তৈরি করেছেন সর্ষের দানার ওপর বিশ্ব ও তার ওপর ছোট কাগজ দিয়ে তৈরি ভারতের জাতীয় পতাকা। সবটাই মাইক্রো আর্ট যা কি না মাইক্রোস্কোপেই স্পষ্ট বোঝা যায়।
এদিন সংবাদ মাধ্যমে রমেশবাবু জানান, একটি মাত্র চুলের ছোট অংশের ওপর এই কাজ আগে কেউ কখনও করেনি বলে তাঁর দাবি। এটা সবচাইতে কঠিন কাজ যা করতে এক মাস সময় নিয়েছেন তিনি।