scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

রাস্তা নেই, কিন্তু আছে, বেহাল রাস্তার কারণে গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 1/10

গ্রামে রাস্তা নেই। যার জেরে বন্ধ বিয়ে থেকে সব রকম অনুষ্ঠান। রাস্তার কারণে গ্রামের মেয়েদের সঙ্গে কেউ বিয়ে দিতে চাইছে না। মহা বিপত্তি।
 

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 2/10

মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি গ্রামের ঘটনা। ফলে এদিকে মানুষের ক্ষোভ, অন্যদিকে উন্নয়ন নেই। ধুকচ্ছে ব্যবসা থেকে পড়াশোনা। 
         

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 3/10

এই গ্রামের সাথে সরাসরি যোগাযোগের কোনও রাস্তা নেই। দীর্ঘদিন ধরে চরম সমস্যায় গ্রামবাসীরা। কোনও মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে যায়।

Advertisement
রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 4/10

তারপর বর্ষার সময় গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। সেই জল পেরিয়ে স্কুল ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষকে চলাচল করতে হয়। রাস্তা বলতে কিছুই নেই।

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 5/10

গ্রামের সরাসরি রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত থেকে সবাইকে জানানো হলো আজ পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি দাবি গ্রামবাসীদের।

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 6/10

এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তা স্বীকার করে নেন। পঞ্চায়েত সদস্য কুরবান মোমিন জানান,এই রাস্তার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। অথচ কোন ভ্রুক্ষেপ নেই।

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 7/10

রাস্তার বেহাল দশার কারণে মানুষের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। আমরা রাস্তা তৈরী হোক তাই চাই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

Advertisement
রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 8/10

গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় নেমেছে বিজেপি। জেলা বিজেপি সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, এই সরকারে উন্নয়ন ঘরে পৌঁছে গিয়েছে তা এই গ্রামের রাস্তার চিত্র দেখলে বোঝা যায়।

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 9/10

আমরা অবিলম্বে দাবি রাখব। রাস্তা তৈরি করে গ্রামের মানুষের সমস্যার সুরাহা করা হোক। প্রকৃতপক্ষেই রাস্তার যা অবস্থা তাতে যে কোনও মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে বাধ্য।

 

রাস্তা নেই, তাই বিয়ে বন্ধ
  • 10/10

মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি। এই আর্থিক বর্ষেই ওই গ্রামের রাস্তা করা হবে।

Advertisement