scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

করমপুজো করেই নিজেদের রক্ষা করা যাবে, এই বিশ্বাস থেকেই পুজো করেন তাঁরা

ঐতিহ্যের করমপুজো
 • 1/14

মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বড় আকালপুর এলাকায় প্রতিবারের মতো এ বছরও করোনা আবহতেও একাদশীতে করম উৎসব আয়োজিত।
 

ঐতিহ্যের করমপুজো
 • 2/14

যুগ যুগ ধরে চলে আসা এই করম পুজোর ঐতিহ্য ধরে রেখেছে বেদিয়া সমাজ। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাঁরা মরিয়া। তার জন্যই আয়োজিত হয় এই পুজোর।

ঐতিহ্যের করমপুজো
 • 3/14

কবে থেকে শুরু হয়েছে কেউ সঠিক জানে না। প্রত্যেকেই তাঁদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে এই পুজোর রীতিনীতি ও প্রথা। সেটাই অনুসরণ করে আসছে।

 

Advertisement
ঐতিহ্যের করমপুজো
 • 4/14

করমের সঙ্গে ঐতিহ্যশালী ঝুমুর নাচের আয়োজনও করে হবিবপুর ও বামনগোলার বেদিয়া সমাজ। তাদের যৌথ উদ্যোগে পিঁপড়া  টোলা সামাজিক কল্যাণ সমিতির সদস্যরা।

ঐতিহ্যের করমপুজো
 • 5/14

এই সমাজের লোকেরা প্রকৃতির পূজারি। তাই এই করম পূজা উপলক্ষে পুরনো রীতি মেনে কারাম গাছের ডাল ও পাঁচ ধরনের  শস্য -এর বীজের ডালি দিয়ে পুজা অর্চনা শুরু করেন।

ঐতিহ্যের করমপুজো
 • 6/14

প্রথমে কারাম গাছের কয়েকটি ডাল কেটে নিয়ে আসেন ও পাঁচ ধরনের শস্য  বিছনের ডালিতে  নিজের কৃষ্টি-কালচার মেনে পূজা অর্চনা করেন।

ঐতিহ্যের করমপুজো
 • 7/14

শুক্রবার সন্ধ্যায় উপস্থিত ঝুমুর নাচের  শিল্পীরা প্রথা মেন হাড়িয়া খেয়ে ঝুমুর নাচে অংশগ্রহণ করে। ঝুমুর নাচের মধ্য দিয়ে নিজেদের কৃষ্টি-কালচার তুলে ধরেন।

Advertisement
ঐতিহ্যের করমপুজো
 • 8/14

যা চলে শনিবার পর্যন্ত। এই ঝুমুর নাচে হবিবপুর -বামনগোলা ব্লক সহ মালদা জেলা তথা আশেপাশের জেলা থেকেও বেদিয়া সমাজের শিল্পীরা ঝুমুর নাচে  অংশগ্রহণ করেন।

ঐতিহ্যের করমপুজো
 • 9/14

ওই এলাকায় আকলপুর পুর প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে শেষে শনিবার বেলা কারাম গাছের ডাল ও  ৫ ধরনের শস্য  বিছনের ডালি পাশের পুকুরে নিরঞ্জন করেন । 

ঐতিহ্যের করমপুজো
 • 10/14

পিঁপড়া টোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির  সম্পাদক নিরঞ্জন মাহাতো  জানিয়েছেন এই কারাম পূজা পূর্বপুরুষের পুরনো রীতি মেনে পুজা অর্চনা করে আসছেন।

ঐতিহ্যের করমপুজো
 • 11/14

যাতে  বেদিয়া সমাজ লুপ্ত না হয়। কর্মময় জীবনের ব্যস্ততা কাটিয়ে ভাদ্র মাসের প্রথম পূর্ণিমার চাঁদ দেখার  ১১ দিনের মাথায় এই পূজা-অর্চনা করা হয়।

Advertisement
ঐতিহ্যের করমপুজো
 • 12/14

এই পূজার মধ্য দিয়ে তাদের রীতিনীতি সংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা করেন। তারা প্রকৃতির পুজারি। তাই কারাম গাছে দুটি ডাল কেটে কারাম পূজা ও উৎসব করে থাকেন।

ঐতিহ্যের করমপুজো
 • 13/14

এই বেদিয়া সমাজের করম পুজা যেহেতু কর্মা ও ধরমার নামে পূজা  অর্চনা হয়ে থাকে, সেহেতু বেদিয়া সমাজের নতুন প্রজন্মের জীবনে যাতে ধর্ম-কর্ম সমান ভাবে প্রচলিত হয়ে থাকে সেই জন্যই কারাম পূজা করা হয়ে থকে।

 

ঐতিহ্যের করমপুজো
 • 14/14

উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার  বিধায়ক  জুয়েল মুর্মু ও পিঁপড়াটোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির সভাপতি সুশান্ত মাহাতো, সম্পাদক নিরঞ্জন মাহাতো  পিঁপড়া টোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতি অন্যান্য সদস্য সহ বেদিয়া সমাজের  বিশিষ্টরা

Advertisement