scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Darjeeling Tourist Taxi Problem: শেয়ারে মাথাপিছু ৮০০ টাকা-রিজার্ভে সাড়ে ৪ হাজার, দার্জিলিঙে ক্ষুব্ধ ট্যুরিস্টরা

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 1/7

Darjeeling Tourist Taxi Problem: বর্ষশেষের সপ্তাহ থেকে শুরু হয়েছে দার্জিলিং পাহাড়ে পর্যটকদের ঢল। যা নতুন বছরেও অব্যাহত। তবে সব ছুটিই একদিন ফুরোয়। তাই ছুটির সঙ্গে মধুচন্দ্রিমা সেরে ফেরার পালা। আর সেখানেই বিপত্তি।

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 2/7

বিশেষ করে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার গাড়ি নিয়ে রীতিমতো হয়রানির শিকার হতে হয়েছে পর্যটকদের। একে গাড়ি কম। তার উপর ভাড়া আকাশছোয়াঁ। 

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 3/7

সরকারি বাসে যে কজন লোক ওঠে, তাতে স্থানীয় ও পর্যটক কারওই জায়গা হচ্ছে না। এমনকী শেয়ার ট্যাক্সিও সংখ্যায় কম, বা এই সুযোগে তাঁরা রিজার্ভ করে যেতে আগ্রহী। ফলে বিপাকে পর্যটকরা। আর পর্যটকদের সামনে রেখে ভাড়া বাড়ায় আরও বিপাকে নিত্যযাত্রীরাও।

Advertisement
গাড়ি ভাড়ায় হয়রানি
  • 4/7

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছরই নববর্ষের প্রথম দিনে তুলনামূলকভাবে দার্জিলিঙে কম গাড়ি চলে। দার্জিলিং থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গাড়ির সংখ্যা থাকে কম। সোমবার ২ জানুয়ারিতেও একই অবস্থা। 

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 5/7

পর্যটকদের দুর্ভোগের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। NBSTC অন্যান্য দিনের তুলনায় দুটি অতিরিক্ত বাস চালিয়েছে। কিন্তু, তাতেও পর্যটকদের সমস্যার সমাধান হয়নি। বাসের টিকিট কাটতে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে। 

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 6/7

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিন প্রায় ৩ হাজার বেসরকারি গাড়ি দার্জিলিং থেকে শিলিগুড়ি আসে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি সংখ্যাও ছিল কম। সেই কারণে দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে গিয়ে বিস্তর হেনস্থার মুখোমুখি হতে হয় পর্যটকদের।

 

গাড়ি ভাড়ায় হয়রানি
  • 7/7

২৫০ টাকার বদলে জনপ্রতি কেউ ৮০০ টাকা আবার কেউ ৫০০ টাকা করে ভাড়া চাইছে। রিজার্ভ করতে গেলে ৪০০০ টাকা, ৪৫০০ টাকা চাওয়া হচ্ছে। বাজেট ভ্রমণের পর্যটকদের চোখে জল আসার অবস্থা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের তরফে কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

Advertisement