বিদ্যুৎপৃষ্ট হয়ে মালদায় মৃত্যু হল তিনজনের। ঘটনা গুলি ঘটেছে মোথাবাড়ি,হব্বিপুর,গাজোল থানা এলাকায়। মৃতদেহ গুলি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পৃথক থানার পুলিশ। জানা গিয়েছে মৃতদের নাম শেখ সিদ্দিক (৭১)। বাড়ি মোথাবাড়ি থানার সারাফাৎটোলা। তুলসি সিংহ (৩৩) বাড়ি হব্বিপুর থানার আইহো ঋষিপুর এলাকায়। অন্য আরও একজনের মৃত্যু হয়েছ গাজোল এলাকায়। তার না হরপ্রসাদ ভট্টাচার্য।
বিদ্যুৎ দপ্তর এর গাফিলতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মালদা জেলার মোথাবাড়ি থানার সারাফতটোলা এলাকায়। প্রৌঢ়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিদ্যুৎ দপ্তর এর গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ বুধবার বিদ্যুৎ দপ্তরে কর্মীরা কাজ করে যাওয়ার পর নিচে পড়েছিল বিদ্যুতের তার। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। বাড়ি ওই এলাকায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী।তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। অন্য ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা এলাকায়। পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত তুলসি সিংহ(মন্ডল) মূক ও বধির। বুধবার বিকেলে বাড়ির পিছনের সরকারী মার্সালে জল নিয়ে আসতে যাচ্ছিল। সেই সময় সেখানে বিদ্যুতের তার ছিড়ে পরেছিল। সেই সময়ে পা পরে বিদ্যুৎপৃষ্ট হয় তুলসি। ঘটনার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তাকে উদ্ধার করে স্থানীয় আর এন রায় হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার তদন্ত শুরু করেছে হব্বিপুর থানার পুলিশ।
অন্যদিকে খড়দহ, মোহনপুর, আগরপাড়ার পর ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কারখানা শ্রমিকের। বৃহস্পতিবার সকালে বেলঘড়িয়া টেক্সম্যাকো কারখানায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন ওই কারখানার শ্রমিক সোনা রায়। বয়স আনুমানিক ৪০ বছর।
জমা জলের মধ্যে কারখানা কর্তৃপক্ষ জোর করে শ্রমিকদের কাজ করাতো এমনটাই অভিযোগ মৃত শ্রমিকের সহকর্মী সহ তার পরিবারের লোকজনদের। মৃত্যুর পরই তার মৃতদেহ ইএসআই হাসপাতালে নিয়ে আসে তাদের সহকর্মীরা। হাসপাতালে নিয়ে আসার পর মৃতদেহ ঘিরে কারখানার উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় কারখানার শ্রমিকরা।